1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

আজ লঞ্চ চলাচল করবে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব কমে যাওয়ায় সারাদেশে লঞ্চ চলাচল শুরুর অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ। সকালে এই অনুমতি দেয় কর্তৃপক্ষ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পুরোপুরি কেটে যাওয়ার আগ পর্যন্ত বন্ধ থাকবে এক ইঞ্জিন বিশিষ্ট লঞ্চ চলাচল।

বিআইডব্লিউটিএর পরিচালক রফিকুল ইসলাম ইন্ডিপেনডেন্টকে টেলিফোনে জানান, দুই ইঞ্জিনবিশিষ্ট দূরপাল্লার লঞ্চ সতর্কতার সঙ্গে চলাচলের অনুমতি দেয়া হয়েছে। তবে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এক ইঞ্জিনের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।’

দূরপাল্লায় সদরঘাট থেকে দেশের উপকূলীয় এলাকাগুলোর উদ্দেশে লঞ্চ বিকেলে ছেড়ে যায়। আজ বিকেল থেকে সেই লঞ্চগুলো ছেড়ে যাবে বলেও জানিয়েছেন বিআইডব্লিউটিএর কর্মকর্তারা।

গত মঙ্গলবার (২৫ মে) বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ইয়াস’ ভারতের ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে যাওয়ায় বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৈরি আবহাওয়া দেখা দেয়। এজন্য ওইদিন দুপুর থেকে অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌযান চালাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ। এর মধ্যে বুধবার (২৬ মে) ভারতের ওড়িষ্যা উপকূল অতিক্রম করে ‘ইয়াস’।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews