Warning: Creating default object from empty value in /home/burigangatv/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
হিমশিম রাজশাহী হাসপাতাল - বুড়িগঙ্গা টিভি হিমশিম রাজশাহী হাসপাতাল - বুড়িগঙ্গা টিভি
  1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ১১ মে ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আওয়ামীলীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা যুদ্ধ বিরতিতে রাজি পাক ভারত যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা না হবে আন্দোলন চলবে মোস্তফা জামান আব্বাসীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক প্রকাশ ‘ফ্যাসিবাদ বিরোধীদের মধ্যে ফাটল তৈরির পাশাপাশি আ.লীগকে পুনর্বাসন করছে সরকার’:তারেক রহমান জামায়াত ইসলামীর ডাকে প্রতিবাদ সভায় দুর্বৃত্তর অতর্কিত গুলিতে আহত ১২ কেরানীগঞ্জের প্রভাবশালী আ.লীগের ২ নেতা রাাজধানীতে গ্রেপ্তার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভারত-পাকিস্তান যতবার যুদ্ধে জড়িয়েছে বাংলাদেশ বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে : প্রধান উপদেষ্টা

হিমশিম রাজশাহী হাসপাতাল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৯ জুন, ২০২১

করোনা চিকিৎসায় হিমশিম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিট। নতুন করে আরো একটি ওয়ার্ড চালু করার পরও ধারণক্ষমতার চেয়ে বেশি রোগীকে সেবা দিতে হচ্ছে। রোগীর অব্যাহত চাপ সামাল দিতে মঙ্গলবার নতুন একটি ইউনিট চালু করে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে শয্যা দ্বিগুণের বেশি হলেও পরিস্থিতির তেমন উন্নতি ঘটেনি। রোগীর চাপ এত বেশি যে শয্যা বাড়ানোর পরেও অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে অবস্থান করতে হচ্ছে।

হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস বলেন, সোমবার পর্যন্ত হাসপাতালে ১৩৫টি শয্যা ছিল। রোগীর চাপ দেখে মঙ্গলবার আরেকটি ওয়ার্ড চালু করা হয়। এখন কোভিড ইউনিটে মোট শয্যা ২৬৪টি। সেখানে রোগী ভর্তি করা হয়েছে ২৭৭ জন। অন্য রোগীরা মেঝেতে আছেন। ২৭৭ জনের মধ্যে ১৭ জনকে আইসিইউতে রাখা হয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় আরো ৩৫ জনকে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এর আগের দিন ভর্তি করা হয় ৩৩ জনকে। তাদের ১৭ জন রাজশাহীর আর চাঁপাইনবাবগঞ্জের নয় জন। অন্যরা নওগাঁ, নাটোর, মেহেরপুর ও চুয়াডাঙ্গার। একই সময় ১৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানান তিনি।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে মঙ্গলবার রাজশাহীর ৪৯০ জনের নমুনা পরীক্ষা করা করে ১৯৯ পজেটিভ পাওয়া গেছে বলে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে জানানো হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন সময় কোভিড ইউনিটে মারা গেছেন আরও আটজন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে দেখা যাচ্ছে, আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪৫ শতাংশ পয়েন্ট কমে মঙ্গলবার রাজশাহী জেলায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৪০ দশমিক ৬২ শতাংশ। সোমবার ছিল ৪৫ দশমিক ০৭ শতাংশ, রোববার ৪১ দশমিক ২৯ শতাংশ, শনিবার ৫০ দশমিক ২৭ শতাংশ, শুক্রবার ৪৯ দশমিক ৪৩ শতাংশ, বৃহস্পতিবার ৪২ দশমিক ২৮ শতাংশ।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews