1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

মেসিদের দ্বিতীয় ম্যাচ কখন, কীভাবে দেখা যাবে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ জুন, ২০২১
আগামীকাল রোববার ভোর ৬টায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা

শিরোপাহীন সময় কাটাচ্ছে আর্জেন্টিনা। দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি থাকার পরেও কোনো শিরোপা জিততে পারেনি আলবেসেলেস্তারা।

২০১৪ সালে ব্রাজিলের মাটিতে বিশ্বকাপ ফাইনালে জার্মানের সঙ্গে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। দু’বছর পর চিলির মাটিতে কোপা আমেরিকার ফাইনালেও হেরে যায় তারা। এবার আবারও ব্রাজিলের মাটিতে কোপা মিশনে লিওনেল স্কালোনি দল। দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের এই আসরের শুরুটা ভালো হয়নি সর্বোচ্চ ১৪ বার শিরোপাজয়ীদের। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে এগিয়ে থেকেও শেষ সময়ে এসে পয়েন্ট ভাগাভাগি করে নেয় তারা। করোনার প্রকোপের মাঝেও যে আসরটি আয়োজিত হচ্ছে তাতে অন্তত ক্যারিয়ারে শেষবার হলেও মেসির অধরা শিরোপাটি জেতা জরুরি হয়ে উঠেছে।

নতুন খেলা আগামীকাল রোববার ভোর ৬টায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। খেলাটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২ ও সনি সিক্স। দলগত পারফরম্যান্সে আর্জেন্টিনার চেয়ে কম এগিয়ে নেই তারা। তাদের দলে আছেন লুইস সুয়ারেজদের মতো বড় তারকা ফুটবলাররা। যার কারণে এই ম্যাচেও পয়েন্ট তুলতে হলে লড়াই করতে হবে মেসি-আগুয়েরোদের।দু’দলের পরিসংখ্যান বলছে, আর্জেন্টিনার বিপক্ষে সবশেষ পাঁচ ম্যাচের একটিতে জিতেছে উরুগুয়ে। এ ছাড়া দুটিতে হার এবং দুটি ম্যাচ ড্র হয়। তবে দু’দলের ১৮৯ বারের দেখায়ও এগিয়ে লিওনেল মেসিরা। ৮৭ ম্যাচে জয় ও ৪৫ ম্যাচে ড্র করে তারা। বাকি ৫৭টি ম্যাচে জয়লাভ করে উরুগুয়ে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews