1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন

বস্ত্র ব্যবসায়ীকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৯ জুন, ২০২১

রাজধানীর কামরাঙ্গীরচরে বস্ত্র ব্যবসায়ীকে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কামরাঙ্গীরচর বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতি।

শনিবার বিকেলে কামরাঙ্গীরচর রনি মার্কেটের পাশে চাঁন মসজিদের সামনে বিক্ষোভ মিছিলে অংশ নেন কামরাঙ্গীরচর ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডের সাধারন বস্ত্র ব্যবসায়ীরা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাসুদ হাসান, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন তারা, যুগ্ম সম্পাদক এইচ এম জাকির হোসেন, রসুলপুর দোকান তালিক সমিতির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বাদল, ঢাকা মহানগর দক্ষিণ দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতারকৃত আসামী চিহ্নিত চাদাবাজ মাসুদ মিন্টুসহ দোষীদের দৃষ্টান্তম‚লক শাস্তি দাবি করেন। পরে একটি বিক্ষোভ মিছিল কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ্য গত ১৫ জুন মঙ্গলবার রাত এগারটার দিকে কামরাঙ্গীর চর ৫৬ নং ওয়ার্ডের চাঁন মসজিদের গলিতে ধারালো দেশি অস্ত্র দিয়ে মাথায়, পিঠে, ঘাড়েসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শামীম দাবিকৃত চাদা না দেওয়ায় কামরাঙ্গীরচর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক এম এইচ মাসুদ মিন্টু, সবুজ ও তার সন্ত্রাসী বাহিনী শামীমকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরনে শামীম এখন জীবন মৃত্যুর সাথে লড়াই করছে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews