1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছার বন্যা কেরানীগঞ্জে কুখ্যাত ডাকাত বিগশো গ্রেফতার কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ নারীসহ ৮ কারবারি আটক ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির শাপলা প্রতীক নিয়ে সুরাহা না হওয়ায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি “স্টার অ্যাওয়ার্ড“ পেলেন অ্যাড: মোঃ ফারুক হোসেন তপাদার নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র,আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা : প্রধান উপদেষ্টা লুঙ্গি গামছা পড়ে ছদ্মবেশে পুলিশ, ডাকাত সর্দার গ্রেফতার ছাত্রীর সাথে তার বয়ফ্রেন্ডের সম্পর্কে টানাপোড়েন ঘটনায় খুন জবি ছাত্রদল নেতা জুবায়েদ ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন কেরানীগঞ্জে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’-এর ডিলার উদ্বোধন

কেরানীগঞ্জে অবৈধ পশুর হাট উচ্ছেদ,বিপাকে পশু ব্যবসায়ীরা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১

ঢাকার কেরানীগঞ্জের তারা নগর ইউনিয়নের  ঘাটারচর মধুসিটি  এলাকায় ইজারা না নিয়ে অবৈধভাবে চালু করা একটি অস্থায়ী পশুর হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত  হাটটি উচ্ছেদ করেন।

হাট উচ্ছেদের কারনে চরম বিপাকে পড়েছেন হাটে আসা পশু ব্যবসায়ীরা।দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানীর হাটে গরু কিংবা ছাগল নিয়ে আসা এসকল ব্যবসায়ীরা জানালেন,আমরা ট্রাক ভাড়া করে শতমাইল পাড়ি দিয়ে হাটে আসছি। এখন হুট করে হাট বন্ধ ঘোষনা করা হয়েছে। এখানে পৌঁছাতে অনেক টাকা খরচ হয়েছে। এখন এই গরু অন্য হাটে নিতে আবার আলাদা খরচ হবে। আমাদের বড় লোকসান হয়ে যাবে। গতকাল কুষ্টিয়া থেকে  হাটে আসা এক গরু ব্যবসায়ী জানালেন, আমি গত দু বছর ধরে কুষ্টিয়া থেকে এই হাটে গরু নিয়া আসি। গরু বেচে আবার চলে যাই। এবারও তাই গরু নিয়ে এসেছি।  এখন বন্ধ করলো আমি গরুগুলো নিয়ে কোথায় যাবো?

হাটে গিয়ে দেখা যায়, বিগত বছরগুলোর মতো এবারো বাঁশ ও ত্রিপল দিয়ে  তৈরি করা হয়েছে  হাটটি। চলছে মাইকিংসহ প্রচার-প্রচারনার।

উপজেলা সূত্রে জানাগেছে,পবিত্র কোরবানীর ঈদের জন্য কেরানীগঞ্জ উপজেলায় ১৮ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত বিভিন্ন স্থানে মোট ৫টি অস্থায়ী পশুর হাট বসানোর অনুমতি দেয়া হবে। কিন্তু অনেকস্থানে হাটগুলো সরকারী অনুমোদনের পূর্বেই বেচা বিক্র শুরু করেছে পুরোদমে।

স্থানীয়সূত্রে জানাগেছে, বন্ধ করে দেয়া হাটটির আয়োজন করেছে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের কিছু নেতাকর্মীরা ।  গত ৩ বছর ধরে হাটটির অনুমোদন দেওয়া হয়েছিলো। তবে অনুমোদন পাওয়ার আগে হাট বসানো ছাড়াও হাটে জোর করে ট্রাক থেকে পশু নামানোর অভিযোগ উঠেছে। এছাড়া হাটের আশে পাশেই রয়েছে আরো দুটি হাট। এসব হাটে আসা পশু পাইকারদের ট্রাক ঘাটারচরে থামিয়ে ক্ষমতা দেখিয়ে পশু নামানোর অভিযোগ উঠেছে। আঁটি বাজার কোরবানীর গরুর হাটের ইজাদার সোহাগ একটি লিখিত অভিযোগ করেন।  লিখিত অভিযোগের প্রেক্ষিতে হাটটি উচ্ছেদ করেন উপজেলা প্রশাসন। উচ্ছেদে সহায়তা করে মডেল থানা পুলিশ ও র‌্যাব-১০ একটি টিম।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান বলেন, ঘাটারচর মধুসিটি এলাকায় বসানো হাটটি অনুমোদন না থাকায় হাটটি বন্ধ করে দেয়া হয়েছে।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews