1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৫ অপরাহ্ন

জানাযা শেষে ফেরার পথে  নিজেও লাশ হয়ে ফিরলেন যুবক

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

মানিকগঞ্জ থেকে বন্ধুর বাবার জানাজা দিয়ে নিজ বাড়িতে ফেরার পথে পিকআপের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আতিক হাসান(২২) নামের যুবক নিহত ও  তার পেছনে বসে থাকা যুবক আহাদ (২৪) গুরুতর আহত হয়েছে। আহত আহাদ  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পিকআপ চালক পলাতক থাকলেও গাড়িটি জব্দ করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

১৮ই আগস্ট বুধবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন রুহিতপুরের পোড়াহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে নিহত যুবক আতিক হাসান  রাজধানীর বাবু বাজার এলাকার ১নং শাহজাদী মিয়া লেনের বদু মিয়ার ছেলে এবং স্থানীয় কাগজের মার্কেটের একজন ব্যবসায়ী।

ঘটনার বিবরণে জানা যায়, কয়েক বন্ধু মিলে মানিকগঞ্জে নিহত আতিকের এক বন্ধুর বাবার জানাযা শেষে মোটরসাইক যোগে নিজ বাড়ি বাবুবাজার ফেরার পথে রোহিতপুরের পোড়াহাটি তে পৌঁছালে ঢাকা থেকে সৈয়দপুর গামী একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আতিক ও আহাদ গুরুতর আহত হয়। তাদের সাথে থাকা বন্ধুরা তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে আতিককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ি ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা, নিহত আতিক হাসান কে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সালাম মিয়া বলেন, জেনেছি মোটরসাইকেল ও পিকাপ উভয়ই বেপরোয়া ছিলো। ঘাতক চালককে আটক করা যায়নি তবে পিকাপ ও দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে রয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews