শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমতলী এলাকায় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় । দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ স্থানীয়রা।
এসময় ঢাকা জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলার পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ম.ই মামুনের এর নির্দেশনায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মহফিল আয়োজন করা হয়েছে।
এছাড়া কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদ এর বাবা বীর মুক্তিযোদ্ধা ডাঃ নুর মোহাম্মদ এর আত্মার মাগফিরাত কামনায় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।