1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বুড়িগঙ্গায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ (ভিডিও)

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
ছবি-প্রতিবেদক

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার বুড়িগঙ্গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকাবাইচের আয়োজন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ মঙ্গলবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বিকেল ৪টায় কেরানীগঞ্জের বরিশুর লঞ্চঘাটে এ নৌকা বাইচের উদ্বোধন করেন।

বাইচে ৬০ মাল্লার নৌকা ইভেন্টে শেখ বাড়ী শেখ রাসেল ও তার দল প্রথম স্থান অধিকার করে এবং ১২ মাল্লায় বরিশাল বোয়িং ক্লাব বিজয়ী হয়। এ সময় নৌকাবাইচ দেখতে শরতের পড়ন্ত বিকেলে কয়েক হাজার দর্শনার্থী নদীর তীরে ভিড় করেন। এ ছড়াও অনেকে নিজস্ব ব্যবস্থাপনায় ট্রলার ভাড়া করে নৌকা বাইচ দেখতে বুড়িগঙ্গায় ভিড় করেন।

পরে নৌকা বাইচ উপলক্ষে কামরাঙ্গীরচরের শেখ জামাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের পাশে পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। এসময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি আতিকুল ইসলাম,সংসদ সদস্য মো. কামরুল ইসলাম ও হাজি সেলিম উপস্থিত ছিলেন ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews