1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাত মামলায় যুবদল নেতা দেলোয়ার গ্রেপ্তার বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছার বন্যা কেরানীগঞ্জে কুখ্যাত ডাকাত বিগশো গ্রেফতার কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ নারীসহ ৮ কারবারি আটক ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির শাপলা প্রতীক নিয়ে সুরাহা না হওয়ায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি “স্টার অ্যাওয়ার্ড“ পেলেন অ্যাড: মোঃ ফারুক হোসেন তপাদার নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র,আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা : প্রধান উপদেষ্টা লুঙ্গি গামছা পড়ে ছদ্মবেশে পুলিশ, ডাকাত সর্দার গ্রেফতার ছাত্রীর সাথে তার বয়ফ্রেন্ডের সম্পর্কে টানাপোড়েন ঘটনায় খুন জবি ছাত্রদল নেতা জুবায়েদ ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন

কেরানীগঞ্জে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি অটোরিকশা উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে অটোরিকশা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১০ সিপিসি-২ সদস্যরা।
আজ ৩১ অক্টোবর রবিবার সন্ধ্যা সাতটায় উপজেলার কালিন্দীর চড়াইল বালুরমাঠ এলাকার সোহেল মিয়া ও রিপন মিয়ার গ্যারেজ থেকে মোঃ রাজিব (২৮) ও তার সহোদর ভাই সজিব (২০) এবং নুর ইসলাম (৩৫) নামের অটোরিকশা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি করা চারটি অটো রিক্সা উদ্ধার করা হয়েছে।
র‌্যাবের অভিযানের সময় উপস্থিত ভুক্তভোগী অটোচালক মো. রাকিব জানান, “আমি গত তিনদিন আগে অটোরিকশা নিয়ে আবদুল্লাপুর দাড়িয়ে ছিলাম একজন লোক এসে আমাকে জিঞ্জেস করলো মামা রাজেন্দ্রপুর যাবা কিনা। কিছু কার্পেট নিয়া যাবো। কার্পেটগুলো গাড়িতে তুলে দিলে আলাদা বকসিস দিবো। আমি রাজি হয়ে যাই। তখন ওই যাত্রী তার কাছ থেকে তিনটি চাবিসহ একটি নতুন তালা আমার কাছে দিয়ে তার কার্পেট গুলো তুলতে বলে। আমি অটোরিকশায় তালা মেরে তার সাথে মার্কেটের ভিতরে যাই। এসময় কার্পেট বাঁধার জন্য একশ টাকা দিয়ে রশি আনতে বলে। আমি রশি নিয়ে এসে দেখি আমার অটো রিকশাটি নেই ,আর সেই যাত্রীকেও খুজে পাইনি। অটো রিকশা হারানোর পর তিনদিন যাবত আশি আব্দুল্লাপুর এলাকায় ওই যাত্রী ও আমার রিকশা খুঁজতে থাকি। পরে আজ দুপুরে দেখি ওই যাত্রীকে চিনতে পেরে স্থানীয়দেও ঘটনা বলায় তারা তাকে আটক রেখে র‌্যাবকে খবর দেয়। র‌্যাবের কাছে সে আমার অটো রিকশা চুরি করার কথা স্বীকার করে।”
যে কৌশলে অটো রিকশা চুরি করে সে বিষয় ঘটনার বিবরণ দিয়ে র‌্যাব-১০ কেরানীগঞ্জ সিপিসি ২ কোম্পানী কমান্ডার মেজর শাহরিয়ার আদনান জানান, গত তিনদিন আগে মোঃ রাকিব নামের চরকুলিয়া মধ্যেরচর এলাকার অটোরিকশা চালককে কার্পেট নিয়ে আসার কথা বলে ভাড়া করে আটককৃত নুর ইসলাম ও তার এক সহযোগী।

পরে রাকিবের কাছ থেকে কৌশলে অটোরিকশা থেকে চুরি করে পূর্ব চরাইল রাজিব ও সজিবের কাছে এনে বিক্রি করে নুর ইসলাম। তারা চুরি করা গাড়ির যন্ত্রাশ আলাদা করে রং করে নতুন বলে বিক্রি করত। দেয়া তথ্য মতে ঘটনাস্থলে এসে চুরি করা ৪ টি অটো রিকশা ও তিন চোরকে হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হই। আমরা এই চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রেখেছি।

অভিযান শেষে র‌্যাবের প্রেসব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews