1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে সড়কে প্রান গেল ব্রাক স্কুল শিক্ষার্থীর 

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
প্রতিকি ছবি
 ঢাকার কেরানীগঞ্জের গুলিস্তান-বান্দুরা রোডের রুহিতপুরের ঢাকা বিসিক শিল্পনগরী এলাকায় সিএনজির ধাক্কায় রোমানা(৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রোমানা রোহিতপুর ইউনিয়নের নতুন সোনাকান্দা গ্রামের ইজু মিয়া মাদবরের বাড়ির ভাড়াটিয়া সোহেল মিয়ার মেয়ে। তার গ্রামের বাড়ী রংপুর জেলার হারাগাছ থানার পুর্ব মিয়া পাড়া গ্রামে।
নিহতের পিতা সোহেল মিয়া ও পুলিশ সূত্রে জানা গেছে, গতরবিবার সকাল সাড়ে নয়টার দিকে রোমানা স্কুলে(ব্রাক স্কুল) যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলো। এসময় হঠাৎ রোহিতপুর থেকে নবাবগঞ্জগামী একটি দ্রুতগামী সিএনজি তাকে ধাক্কা দিলে সে মারাত্মক ভাবে আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার ভোরে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে সোনাকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফিরোজ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি আজ (সোমবার) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় মারা যায়। ঘাতক সিএনজিটি জব্দ করার চেস্টা চলছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews