কেরানীগঞ্জ ক্রীড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে টি – টুয়েন্টি ক্রিকেট  টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকালে উপজেলার কালিন্দী খেলার মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
৪৮ টি দল নিয়ে  এ টুর্নামেন্ট শুরু হয় সব দলকে হারিয়ে ফাইনালে আসে বন্ধ নজরগঞ্জ কেসি বনাম সোনার বাংলা ক্রিকেট একাডেমি।
টসে  জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বন্ধ নজরগঞ্জ কেসি। সোনার বাংলা ক্রিকেট একাডেমি   ৩ উইকেটের বিনিময় ১৭৯ রানে টার্গেট দেয় এবং  ৮ রানে  বন্ধ নজরগঞ্জ কেসি কে হারিয়ে চ্যাম্পিয়ানের ট্রফি তুলে নেন সোনার বাংলা ক্রিকেট একাডেমি।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এড. কামরুল ইসলাম, এসময় আরও উপস্থিত ছিলেন  ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রাজনীতিবিদ মোস্তফা মহসিন মন্টু।
এছাড়া কালিন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক,ডায়মন্ড মেলাইমেনের ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।