1. ashiqnur96@gmail.com : editor :
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

কেরানীগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে কিশোরীর মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৯ এপ্রিল, ২০২২

ঢাকার কেরানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে লিমা (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে মডেল থানাধীন রুহিতপুর ইউনিয়নের পুড়াহাটি গ্রামের মমিন মিয়ার মেয়ে।উপজেলার রোহিতপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল লিমা।

শনিবার দুপুরে রোহিতপুর ইউনিয়নের পুড়াহাটি গ্রামের আনোয়ার সলুদের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানাগেছে, শনিবার সকালে লিমা তার কয়েকজন সহপাঠিদের সঙ্গে বাড়ি থেকে একটু দূরে আনোয়ার সলুদের পুকুরে গোসল করতে যায়। গোসলের সময় পানিতে ডুব দেওয়ার জন্য লিমা পুকুরের একটু গভীরে যায়। তখন ওর কাছে থাকা প্লাস্টিকের বোতলটি হাত থেকে ছুটে যায় আর লিমা পানিতে ডুবে যায়। খবর পেয়ে গ্রামের মানুষ লিমাকে খুঁজতে পুকুরে খুঁজতে থাকে। প্রায় ৩/৪ ঘণ্টা পর লিমার লাশ উদ্ধার করে ।

পানিতে ডুবে কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কেরানিগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া। তিনি বলেন, স্থানীয়রা পুকুর থেকে কিশোরীকে উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews