1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

দুই বছর পর শোলাকিয়ায় সর্ববৃহৎ ঈদ জামাত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩ মে, ২০২২

বিশ্বব্যাপী টানা ২ বছর ছিলো করোনা মহামারি। যে কারণে কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাত অনুষ্ঠিত হতে পারেনি। ফলে আগে থেকেই ধারণা করা হয়েছিল, এবার অন্যান্য বছরের তুলনায় মুসল্লি সমাগম অনেক বেশি হবে। হয়েছেও তাই।

ঈদ জামাত শুরু হয়েছে সকাল ১০টায়। এবারের ১৯৫তম জামাতে নিয়মিত ইমাম বিশিষ্ট মুফতি মাওলানা ফরিদ উদ্দীন মাসউদের ইমামতি করার কথা থাকলেও তিনি অসুস্থ থাকায় ইমামতি করেন প্যানেল ইমাম জেলা শহরের বড়বাজার জামে মসজিদের খতিব মাওলানা শোয়াইব বিন আব্দুর রউফ।

বয়ান করেন অপর প্যানেল ইমাম মারকাস মসজিদের খতিব মাওলানা হিফজুর রহমান খান। জামাত শুরু হওয়ার আগে ঈদগা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), পৌর মেয়র মাহমুদ পারভেজ ও ঈদগা কমিটির সদস্যসচিব সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী লাখ লাখ মুসল্লিকে ঈদ শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

 ঐতিহ্য অনুযায়ী ঈদ জামাত শুরুর ১৫ মিনিট আগে ৫টি, ৫ মিনিট আগে ৩টি আর এক মিনিট আগে দু’টি শর্টগানের গুলি ছুঁড়ে জামাত শুরুর সঙ্কেত দেয়া হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews