1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাত মামলায় যুবদল নেতা দেলোয়ার গ্রেপ্তার বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছার বন্যা কেরানীগঞ্জে কুখ্যাত ডাকাত বিগশো গ্রেফতার কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ নারীসহ ৮ কারবারি আটক ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির শাপলা প্রতীক নিয়ে সুরাহা না হওয়ায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি “স্টার অ্যাওয়ার্ড“ পেলেন অ্যাড: মোঃ ফারুক হোসেন তপাদার নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র,আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা : প্রধান উপদেষ্টা লুঙ্গি গামছা পড়ে ছদ্মবেশে পুলিশ, ডাকাত সর্দার গ্রেফতার ছাত্রীর সাথে তার বয়ফ্রেন্ডের সম্পর্কে টানাপোড়েন ঘটনায় খুন জবি ছাত্রদল নেতা জুবায়েদ

নর্থ সাউথ বিশ্ব বিদ্যালয়ের ট্রাস্টি বের্ডের ৪ জন কারাগারে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২

অর্থ আত্মসাতের মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ৪ সদস্যের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। জেল গেটে একদিন করে তাদেরকে জিজ্ঞাসাবাদেরও আদেশ দিয়েছেন আদালত।

সোমবার বিকালে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেন। এ মামলায় কারাগারে প্রেরিত আসামিরা হলেন এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান ও মোহাম্মদ শাহজাহান।

উচ্চ আদালতের আদেশ অনুসারে আগাম জামিন আবেদন খারিজের পর রোববার রাত ১১ টার পরে হাইকোর্ট থেকে প্রিজন ভ্যানে করে তাদেরকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।

সোমবার দুপুরে আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করে দুদক। অপরদিকে আসামিপক্ষে ডিভিশন চাওয়া হয়। ডিভিশনের বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আদেশ দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়। আসামিদেরকে ৭ দিনের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষ করার কথাও জানিয়েছে আদালত।

গত ৫ মে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জমি কেনা বাবদ অতিরিক্ত ৩০৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয় দেখিয়ে তা আত্মসাতের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী।

কারাগারে প্রেরিত চারজন বাদে মামলার বাকি দুই আসামি হলেন, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ ও আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিন মো. হিলালী।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানসহ ছয় জনের বিরুদ্ধে গত বছর মামলা করে দুদক। তাদের বিরুদ্ধে অভিযোগ, ক্যাম্পাসের জমি কেনার নামে ৩০৩ কোটি ৮২ লাখ টাকা আত্মসাৎ।

বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতের টাকা দিয়ে ১০টি বিলাসবহুল গাড়ি কেনা হয়। অনিয়ম টের পেয়ে সেই গাড়ি বিক্রির নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

এ ছাড়া ট্রাস্টি বোর্ডের সদস্যরা বৈঠকে অংশ নিয়ে ১ লাখ টাকা করে সম্মানি নিতেন। পরে তা কমিয়ে ৫০ হাজার টাকা করা হয়। অপ্রয়োজনে বিদেশ ট্যুরের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, ট্রাস্টি বোর্ডের সদস্যদের সম্মানি নির্দিষ্ট না থাকলেও সহনীয় রাখার নির্দেশনা রয়েছে। কিন্তু তারা কোনো কিছুর তোয়াক্কা না করে চালিয়েছে স্বেচ্ছাচারিতা।

কমিশন আরো বলছে, শিক্ষার্থীদের কাছ থেকে চড়া ফি নিচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। তা কমানোর নির্দেশ দিচ্ছে ইউজিসি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews