1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

কেরানীগঞ্জে গলা কেটে স্ত্রীকে হত্যা,৬ দিন পর স্বামী গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২
ছবিঃ সংগৃহীত

কেরানীগঞ্জ (ঢাকা) ঃ ঢাকার কেরানীগঞ্জে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে বিদেশ (জর্ডান)  ফেরত স্ত্রীকে হত্যা করে পলাতক স্বামী নুরুল ইসলামকে ৬দিনপর গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-১০।
পরকীয়া সন্দেহে স্ত্রী রেশমাকে হত্যা করা হয়েছে এমনটাই র‌্যাবের কাছে জানিয়েছে হত্যাকারী স্বামী নুরুল ইসলাম। রবিবার রাত ১০টার দিকে রাজধানীর কাকরাইল এলাকা থেকে নুরুল ইসলামকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে কাওরানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে র‌্যাব-১০ এর ডিআইজি মাহফুজুর রহমান জানান, এর পূর্বে রেশমা আক্তার কাতার থাকা অবস্থায় সেখানে প্রবাসী এক যুবকের সাথে সম্পর্ক ছিল, এমন সন্দেহে নিয়ে বিবাদের সৃষ্টি হয় । এর পর স্ত্রী রেশমাকে তালাক দেয় । সে এবছর রমজানের শেষ দিকে দেশে ফিরে আসে। পরবর্তিতে রেশমাকে নিয়ে পুনরায় সংসার করার প্রলোভন দেখিয়ে মারার পরিকল্পনা করে। পরে গত ১৭ মে রাতে পরিকল্পিত ভাবে তার স্ত্রী রেশমা আক্তার’কে কেরানীগঞ্জ মডেল থানাধীন বরিশুর এলাকায় তার ভাড়া করা বাসায় নিয়ে ধারালো চাকু দিয়ে গলা কেটে হত্যা করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews