1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জের ঝিলমিল এলাকা থেকে প্রবাসীর মৃতদেহ উদ্ধার জুলাই সনদ কি, কেনো এত আলোচনা কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ কেরাণীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মোঃ কামাল নামে এক মাদক কারবারি গ্রেপ্তার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া গেল গুলির ম্যাগজিন কেরানীগঞ্জে রাজউকের অভিযান বিদ্যুৎ বিচ্ছিন্ন ২ লাখ টাকা জরিমানা বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার কুমিল্লায় ধর্ষণের শিকার নারীর ভিডিও সামাজিক মাধ্যম থেকে সরাতে নির্দেশ মাকে হাসপাতালে দিয়ে পরীক্ষা দিতে না পারা সেই ছাত্রীর পাশে সরকার কক্সবাজারে ১০দিন মেয়াদী টিডিপি মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ প্রদান

বাংলাদেশ নাকানি-চুবানি খাওয়ালো উইন্ডিজদের ৯ উইকেটে ১৪৯

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ জুলাই, ২০২২
ছবিঃ সংগৃহীত

২০১৪ সালের পর বাংলাদেশের বিপক্ষে আর কোনো ওয়ানডে সিরিজ জেতেনি ওয়েস্ট ইন্ডিজ। সর্বশেষ আট ম্যাচেও ওয়ানডেতে বাংলাদেশ-উইন্ডিজের মধ্যকার ম্যাচে জয়ী দল বাংলাদেশই। তবে সেই ধারা এবার ভাঙবে বলেই আশা করেছিল স্বাগতিক ক্যারিবিয়ানরা।

বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে টেস্ট এবং টি-টোয়েন্টিতে আধিপত্য বজায় রেখে ম্যাচ জয় তেমনই ইঙ্গিত দিচ্ছিল। তবে নিজেদের সেরা ফরম্যাটে ফিরে উইন্ডিজদের নাকানি-চুবানি খাওয়ালো বাংলাদেশ। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে স্বাগতিকদের আটকে দিলো ৯ উইকেটে মাত্র ১৪৯ রানে।

 

গায়ানায় এদিন বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় ২ ঘণ্টা ১৫ মিনিট পর খেলা শুরু হয়। টসে জিতে উইন্ডিজদের আগে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক তামিম ইকবাল। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অভিষেক করানো হয় নাসুম আহমেদকে।

অভিষেকেই ইনিংসের প্রথম ওভারে বল হাতে তুলে নেন নাসুম। করেন দারুণ বোলিং। নাসুম এক প্রান্তে রান না দিয়ে চাপে ফেলেন উইন্ডিজ ব্যাটসম্যানদের। যার ফলে শুরু থেকে উইকেট হারাতে থাকায় স্বাগতিকরা।

ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়েই শেই হোপকে ফিরিয়ে শুরুটা করেছেন মুস্তাফিজুর রহমান। শূন্য রানে মুস্তাফিজের ইনসুইঙ্গারে পরাস্ত হয়ে বোল্ড হয়ে ফেরেন হোপ। এরপর অভিষিক্ত নাসুম আহমেদ উইকেট প্রায় পেয়েই গেছিলেন। তবে বিতর্কিত এক রিভিউতে বেঁচে যান শামারাহ ব্রুকস।

তবে অসাধারণ বোলিংয়ে উইন্ডিজের ওপর চাপ বজায় রাখেন নাসুম। প্রথম স্পেলে ৬ ওভারে ৩ মেডেনে ৪ রান দিয়ে চাপে রাখায় অন্য বোলারদের উইকেট দিতে বাধ্য হয় উইন্ডিজ ব্যাটসম্যানরা। কাইল মায়ার্স মিরাজের বলে বোল্ড হওয়ার আগে করেন মাত্র ১০ রান।

ব্রুকস কিছুটা প্রতিরোধ গড়লে ৩৩ রান করে ফেরেন শরিফুল ইসলামের বলে। ৯ রান করে ব্রেন্ডন কিংও শরিফুলের শিকার হন। এরপর ৯ রান করে মিরাজের বলে এলবির শিকার হয়ে ফেরেন রোভম্যান পাওয়েল।

ইনিংসে এক বলে দুইবার আউট থেকে বেঁচে যাওয়া উইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরানও ১৮ রানের বেশি করতে পারেননি। মিরাজের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। এরপর আকিল হোসেন মিরাজের দারুণ থ্রোতে ৩ রান করে রান আউটের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন।

৯৬ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা উইন্ডিজদের তখন শতক পার করান রোমারিও শেফার্ড। ১৬ রান করে শরিফুলের বলে আফিফের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। একই ওভারে গুড়াকেশ মোতিয়ে ফেরেন ৭ রান করে।

শেষ উইকেটে অ্যান্ডারসন ফিলিপ ও জেডন সিলস উইন্ডিজ ইনিংসের সেরা জুটি গড়েন। দুইজন শেষ উইকেটে অবিচ্ছিন্ন ৩৯ রান তুলে দেড়শ রানের লক্ষ্য দাঁড় করান। ফিলিপ ২১ ও সিলস ১৬ রান করে অপরাজিত থাকেন।

ম্যাচে বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন শরিফুল। এই বাঁহাতি পেসার ৮ ওভারে ৩৪ রান দিয়ে নেন ৪ উইকেট। যা তার ক্যারিয়ারসেরাও। মিরাজ ৯ ওভারে ৩৬ রান দিয়ে নেন ৩ উইকেট। অভিষিক্ত নাসুম উইকেট না পেলেও ৮ ওভারে দেন মাত্র ১৬ রান। অভিষেকে করেন ৪০টা ডট বল।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews