1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

আবারও বিয়ে করলেন সংগীতশিল্পী এসআই টুটুল

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২

গুঞ্জন সত্যি হলো। আবারও বিয়ে করলেন জনপ্রিয় সংগীতশিল্পী এসআই টুটুল। কনে যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়া। চাকরির পাশাপাশি উপস্থাপিকা ও মিডিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন তিনি। সম্প্রতি তাদের আকদ সম্পন্ন হয়েছে। টুটুল-সোনিয়া দুজনেই বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে।

তবে বিষয়টি নিয়ে এই সংগীতশিল্পীর সঙ্গে হোয়াটসঅ্যাপে মাধ্যমে যোগাযোগ করা হলে, তিনি কোনো কথা বলতে নারাজ।

এর আগে, জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদের সঙ্গে ঘর বেঁধেছিলেন এসআই টুটুল। এক বছর আগে তানিয়ার সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ হয়েছে।

জানা গেছে, টুটুল ও তানিয়া গত পাঁচ বছর আলাদা ছিলেন। গত বছর আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। এরপর নিউইয়র্কে কনসার্টসহ নানা কাজেই টুটুলের যাওয়া আসা হতো। সেখানেই আরটিভির বাংলা গায়েন অনুষ্ঠানের সুবাদে সোনিয়ার সঙ্গে তার পরিচয়। এরপর সম্প্রতি মুসলিম রীতিতে তাদের আকদ হয়েছে। খুব শিগগির আমেরিকায় বন্ধু-বান্ধবদের নিয়ে একটি আনুষ্ঠান করবেন বলেও জানিয়েছেন গায়কের একটি ঘনিষ্ট সূত্র।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews