1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

কেরানীগঞ্জে গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে দগ্ধ ৬

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

★কেরানীগঞ্জে গ্যাসের চুলার আগুনে দগ্ধ একই পরিবারের ৬ জন★

ঢাকার কেরানীগঞ্জে গ্যাসের চুলার লাইন বিস্ফোরণে শিশুসহ ৬জন দগ্ধ হয়েছে।

মঙ্গলবার ভোড় সাড়ে ৪টার দিকে মডেল থানাধীন জিনজিরা মান্দাইলের একটি বাসায় গ্যাসের চুলার লাইন বিস্ফোরণ হয়ে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা সবাই একই পরিবারের । স্থানীয়রা তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন এণ্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধরা হলেন- মোসাম্মদ. বেগম (৬০), ইদুনী বেগম (৫০), সোনিয়া আক্তার (২৬), মো. সাহাদৎ হোসেন (২০) ও  মো. ইয়াছিন (১২) মারিয়া আক্তার (৮)।

এ বিষয়ে স্থানীয় শওকত নামে একজন জানান , কেরানীগঞ্জের জিনজিরার মান্দাইল জাউলাপাড়া  এলাকার একটি বাসায় বিস্ফোরণের বিকট শব্দ হয়। পরে কাছে গিয়ে বাসার ৬ জনকে অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক বলেন, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কেরানীগঞ্জের জিনজিরা মান্দাইল এলাকার শিশুসহ ৬ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews