1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে সোনালী মন্ডল (১৮) নামের এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করার অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের জা (স্বামীর ভাইয়ের স্ত্রী) সন্ধ্যা রানী মন্ডল(৩০) কে জিজ্ঞাসাদের জন্য আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। নিহত সোনালী মন্ডলের পিতার নাম উত্তম মন্ডল। নিহতের স্বামী মিঠুন মণ্ডল কাতার প্রবাসী।

শনিবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘোরিয়া দক্ষিণপাড়া আখড়াবাড়ি এলাকার ঘুঘু চান মন্ডলের বাড়ি থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছে শ্বশুরবাড়ির লোকেরা এমন দাবি করলেও নিহতের পরিবারের দাবি মেয়েকে হত্যা করা হয়েছে।

নিহতের চাচাত মামা আপন মণ্ডল বলেন, শনিবার দুপুরে সোনালীর শশুরবাড়ি থেকে ফোন করে আপন মণ্ডলের মাকে জানানো হয় সোনালী অসুস্থ হয়ে পরেছে। এমন খবর পেয়ে তারা সোনালীর শশুর বাড়ি গিয়ে সোনালীকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার ও সোনালীর জা—সন্ধ্যা রানীকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়। আপন মণ্ডলের দাবী শশুরবাড়ির লোকজন সোনালীকে শ্বাসরোধ করে হত্যা করেছে। সে এই হত্যা কাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবী জানান।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত ওসি) মাসুদুর রহমান জানান, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মিডফোর্ট হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট শেষে এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি জানা সম্ভব হবে। নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews