1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের পরাজয়

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

টানা দুই জয় দিয়ে শুরু করা ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পরাজয়ের স্বাদ দিয়েছে সাউথ আফ্রিকা। সুপার টুয়েলভের গ্রুপ টুর ম্যাচে কোহলি-রোহিতদের ৫ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা।

আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৩৩ রান করে ভারত। জবাবে ২ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় পায় সাউথ আফ্রিকা।

লক্ষ্য খুব একটা বড় না হলেও উইকেটে বাউন্স ও পেইস থাকায় ব্যাটারদের জন্য সহজ কন্ডিশন ছিল না। ভারতের ৩ সিমার মোহাম্মদ সামি, ভুবনেশ্বর কুমার ও আর্শদীপ সিং শুরুতে প্রোটিয়া ব্যাটারদের চেপে ধরেন।

১ রান করা কুইন্টন ডি কক ও শূন্য রানে রাইলি রুসোর সঙ্গে ১০ রান করা টেম্বা বাভুমাকে পাওয়ার প্লের মধ্যেই ফেরত পাঠায় ভারত। সেখান থেকে দলের হার ধরেন এইডেন মারক্রাম ও ডেভিড মিলার। এই দুইজনের কাউন্টার অ্যাটাকে ম্যাচে নিয়ন্ত্রণ ফিরে পায় সাউথ আফ্রিকা। দলীয় ১০০ রানে হার্ডিক পান্ডিয়ার বলে আউট হন ৫২ রান করা মারক্রাম। অন্যপ্রান্তে, মিলার ৪৬ বলে অপরাজিত ৫৬ রান করে দলকে জয় পাইয়ে মাঠ ছাড়েন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews