1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের বেল প্রদান ও কারাতে প্রদর্শনী মিটফোর্ড হাসপাতালের পকেট গেট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন হৃদরোগে আক্রান্ত জামায়াত আমির, বাইপাস সার্জারির পরামর্শ ঢাকা জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি কেরানীগঞ্জের  রাজধানীর ফার্মগেটে দোতলা বাসের এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কা গাজামুখী মানবিক সহায়তাবাহী জাহাজ ‘হানদালা’-তে ইসরায়েলি হামলা মাইলস্টোনে নিহতের সংখ্যা নিয়ে গুজব বিমান বিধ্বস্তের ঘটনায় অতিরিক্ত পুড়ে মারা যাওয়া ৫ জনের পরিচয় শনাক্ত কারাগারে বন্দি কয়েদি হাজতিদের মাঝে নৈতিকতার শিক্ষা ছড়িয়ে দিতে হবে এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ বাংলাদেশের

দীর্ঘ সময় কাজ না করলে চাকরি ছাড়ার নির্দেশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

টুইটার কর্মীদের দীর্ঘ সময় কাজ করার নির্দেশ দিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক। না হলে, প্রতিষ্ঠান ছেড়ে দিতে বলেছেন তিনি। এদিকে ইলন মাস্ক টুইটার কেনার পর থেকে টালমাটাল অবস্থায় প্রতিষ্ঠানটি। টুইটারকে লাভজনক করতে মাস্কের নেওয়া সব পদক্ষেপ প্রতিষ্ঠানটির কর্মীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টুইটার কিনতে ৪৪ বিলিয়ন ডলারেরে চুক্তি করার পরদিন, ২৮ অক্টোবর সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে মানবসম্পদ বিভাগের নির্বাহী কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন ইলন মাস্ক। বৈঠকে ব্যাপক সংখ্যক কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন তিনি।

 

যদিও পরে আইনি জটিলতা, জরিমানা এবং টুইটারের ব্যবস্থাপকদের মধ্যে ভিন্নমত দেখা দিলে সেই সিদ্ধান্ত স্থগিত করেন তিনি।

ইলন মাস্ক টুইটার কেনার পরের দুই সপ্তাহে প্রতিষ্ঠানটিতে যে বিশৃঙ্খলা চলেছে, তা স্পষ্ট হয়, তার কর্মী ছাঁটাইয়ের নির্দেশ, এর ফলে কর্মীদের মধ্যে আতঙ্ক এবং কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত থেকে সরে আসার মধ্য দিয়ে।

এদিকে টুইটার পরিচালনা নিয়ে ইলন মাস্কের অনেক পরিকল্পনা থাকলেও, তা বাস্তবায়ন নিয়ে তার কোন সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল না।

শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নির্বাহী কর্মকর্তাকে ই–মেইলে চাকরিচ্যুতির কথা জানিয়ে দেওয়া হয়। গত সপ্তাহে ইলন মাস্ক টুইটারের ৭ হাজার ৫০০ জন কর্মীর মধ্যে অর্ধেককে ছাঁটাই করেছেন। নির্বাহী কর্মকর্তাদের পদত্যাগও অব্যাহত আছে। এদিকে বিজ্ঞাপনসংস্থাওগুলোও আস্থা হারাচ্ছে প্রতিষ্ঠানটির ওপর।

এছাড়া কর্মীদের কর্মঘন্টা বাড়িয়ে দেয়া, বিনামূল্যে দুপুরের খাবার বন্ধ করে দেয়ার মতো নির্দেশও দেন তিনি।

এরইমধ্যে সর্বশেষ কর্মকর্তাদের পাঠানো এক ইমেইলে টুইটারের কর্মীদের মাস্ক বলেন, টিকে থাকতে চাইলে কর্মীদের দীর্ঘ সময় কাজ করতে হবে, না হলে প্রতিষ্ঠান ছাড়তে হবে। বৃহস্পতিবারের মধ্যে যারা এতে সই করবে না, তাদের তিন মাসের বেতন দিয়ে ছুটি দেয়া হবে বলে জানান তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews