1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু, আহত ২ জামায়াতের আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন, বাসায় ফিরবেন ৭ দিনের মধ্যে কেরানীগঞ্জে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের বেল প্রদান ও কারাতে প্রদর্শনী মিটফোর্ড হাসপাতালের পকেট গেট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন হৃদরোগে আক্রান্ত জামায়াত আমির, বাইপাস সার্জারির পরামর্শ ঢাকা জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি কেরানীগঞ্জের  রাজধানীর ফার্মগেটে দোতলা বাসের এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কা গাজামুখী মানবিক সহায়তাবাহী জাহাজ ‘হানদালা’-তে ইসরায়েলি হামলা মাইলস্টোনে নিহতের সংখ্যা নিয়ে গুজব

রেফারি কি আর্জেন্টিনার বিপক্ষে ছিলেন?

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচ পরিচালনা করে আলোচনায় স্প্যানিশ রেফারি আন্তনিও মাতেও লাহজ। আন্তনিও পুরো ম্যাচে হলুদ কার্ড দেখিয়েছেন ১৮টি। বিশ্বকাপ ইতিহাসে যা সর্বোচ্চ। তাকে দায়িত্ব দেওয়া উচিত হয়নি বলে মনে করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

মেসি বলেন, ‘সে সব সময় আমাদের বিপক্ষে ছিল। এমনকি যে গোলটি দিয়ে সমতায় ফিরেছে ওরা, সেটাও ফাউল ছিল না।’

ডাচ ও আর্জেন্টাইন ফুটবলারদের কার্ড দেখিয়েছেন সমান ৮টি করে। এমনকি হলুদ কার্ড দেখিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি ও সহকারী ওয়াল্টার স্যামুয়েলকেও।

এই ম্যাচে খেলায় উত্তাপ ছড়িয়েছে ‘ফাউল’। ১২০ মিনিটের খেলায় ফাউল হয়েছে ৪৮টি। আর তাতেই একের পর কার্ড দেখিয়েছেন স্প্যানিশ রেফারি অ্যান্তিনিও মাতেও লাহজ। সংখ্যাটা আঠারো। আর তাতেই ভেঙে গেছে ২০০৬ সালে পর্তুগাল-নেদারল্যান্ডস ম্যাচে ১৬ হলুদ কার্ডের রেকর্ড। যদিও এমন অনেক ফাউলই ছিল যাতে কার্ড না দেখিয়েও তিনি সামলাতে পারতেন।

ম্যাচ জিতলেও রেফারির এমন ম্যাচ পরিচালনায় ক্ষুব্ধ আর্জেন্টিনা দল।

ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক মেসি, স্প্যানিশ রেফারি সম্পর্কে বলেন, ‘রেফারি সম্পর্কে কথা বলতে চাই না। মানুষ দেখেছে কী হয়েছে। ফিফার এটা পুনর্বিবেচনা করা উচিত। যে নিজের কাজটা ভালোভাবে জানে না, এত গুরুত্বপূর্ণ এক ম্যাচে তাকে দায়িত্ব দেওয়া উচিত না। আমরা খুব একটা ভালো খেলিনি। সঙ্গে রেফারির কারণেই অতিরিক্ত সময়ে খেলা পৌঁছেছে। সে সব সময় আমাদের বিপক্ষে ছিল। এমনকি যে গোলটি দিয়ে সমতায় ফিরেছে ওরা, সেটাও ফাউল ছিল না।’

 

আর্জেন্টাইন গোলকিপার এমি মার্তিনেজ বলেন, ‘রেফারি ডি বক্সের সামনে কয়েকবার ফ্রি কিক দিয়েছেন। যেন নেদারল্যান্ডস গোল করে। আশা করছি, এ ধরনের রেফারি সামনে আর পাব না। সে একটা অপদার্থ।’

নেদারল্যান্ডসের বিপক্ষে ৮২ মিনিট পর্যন্ত ২ গোল করে এগিয়ে থাকা মেসিরা বাকি সময়ে ২ গোল হজম করে বিপদে পড়ে। অতিরিক্ত সময়ে আর গোল না হওয়ায় খেলা যায় টাইব্রেকে। সেখানে ভেঙে পড়ে ডাচরা। লাউতারো মার্তিনেসের শট জালে জড়াতেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews