1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৫ অপরাহ্ন

বসুন্ধরা ক্যামব্রিয়ান শাখায় মাদকের বিরুদ্ধে সচেতনতা মূলক সভা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩

কেরানীগঞ্জ(ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে বসুন্ধরা রিভার ভিউ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ শাখায় মাদকের প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির লক্ষে ছাত্র/ ছাত্রী ও অবিভাবকের নিয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১ টায় ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ বসুন্ধরা রিভার ভিউ, হাসনাবাদ শাখা হল রুমে’ মাদক প্রতিরোধ সোসাইটি অব বাংলাদেশ এর আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায়, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ এর ব্যবস্থাপনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের ছাত্র/ ছাত্রী, অভিভাবক, শিক্ষক, শিক্ষিকাসহ প্রয় ২ শতাধিক লোক অংশগ্রহণ করেন।


মেট্রোপলিটন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরাজি হাসপাতাল এর চেয়ারম্যান স্বাস্থ্য বন্ধু ডাঃ আনোয়ার হোসেন ফরাজী ইমন (সিআইপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ বাহাউদ্দিন, হোমল্যান্ড আবাসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাকসুদ জামিল, সহকারী পরিচালক দিপক কুমার সুর, বসুন্ধরা রিভার ভিউ হাসনাদ শাখার ভাইস প্রিন্সিপাল জাকির হোসাইন।
ফরাজি হাসপাতাল এর ল্যাব এন্ড হেলথ্ ক্যাম্পের ইনচার্জ এম এ আলিম সওদাগর। অনুষ্ঠান সঞ্চালনায় করেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শরিফুল ইসলাম।

পরে শপথ বাক্য পাঠকরান   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ বাহাউদ্দিন।
মো.এরশাদ হোসেন/ সিনিয়র করেসপন্ডেন্ট

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews