1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
কেরানীগঞ্জ (ঢাকা): দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদির ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুত্যু হয়েছে । তার নাম চাঁনমিয়া (৬৫)। সে মুন্সীগঞ্জের গজারিয়া থানার লস্করদি গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
বৃহস্পতিবার(৬ এপ্রিল) ভোর সাড়ে চারটায় কারাগারের ভেতর শ্বাসকষ্ট জনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে পাঠানোর পর সকাল ৬ টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, মৃত চানমিয়া ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে থেকে নারায়নগঞ্জের ফতুল্লা থানার একটি মামলায় যাবজ্জীবন (৩৩ বছর) কারাদণ্ডপ্রাপ্ত হলে নারায়ণগঞ্জ জেলা কারাগারে রাখা হয়। আজ(বৃহস্পতিবার) ভোর রাতে কারাগারে অসুস্থ হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল ছয়টায় চিকিৎসক মৃত ঘোষণা করে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews