1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু, আহত ২ জামায়াতের আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন, বাসায় ফিরবেন ৭ দিনের মধ্যে কেরানীগঞ্জে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের বেল প্রদান ও কারাতে প্রদর্শনী মিটফোর্ড হাসপাতালের পকেট গেট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন হৃদরোগে আক্রান্ত জামায়াত আমির, বাইপাস সার্জারির পরামর্শ ঢাকা জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি কেরানীগঞ্জের  রাজধানীর ফার্মগেটে দোতলা বাসের এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কা গাজামুখী মানবিক সহায়তাবাহী জাহাজ ‘হানদালা’-তে ইসরায়েলি হামলা মাইলস্টোনে নিহতের সংখ্যা নিয়ে গুজব

সিংড়ায় পরীক্ষামুলক নতুন জাতের বিনা-২৫ ধান চাষে সফল কৃষক খুরশেদ আলম

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩

সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভািবিত প্রিমিয়ার কোয়ালিটির বোরো ধানের নতুন জাত বিনা-২৫ (শেখ রাসেল) পরীক্ষামুলক চাষ করে ব্যাপক সফল হয়েছেন কৃষক খুরশেদ আলম। ১ বিঘা জমিতে ২৫ থেকে ২৬ মণ ফলনের আশা করছেন তিনি।

আজ রবিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের কৈগ্রাম মাঠে কৃষক খুরশেদ আলমের পরীক্ষামুলক চাষকৃত বিনা-২৫ ধান কর্তনের শুভ উদ্বোধন করেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ। এসময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মোছাঃ হুসনা ইয়াছমিন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা, কৃষি গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদীর বৈজ্ঞানিক সহকারী(বিনা) মোঃ হাবিবুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা ও স্থানীয় কৃষক।
জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক কৃষিবিদ আব্দুল ওয়াদদুদ বলেন, ‘বিনা-২৫ ধান বোরোর উন্নত একটি নতুন জাত। এ জাতের ধানের চালের আকার চিকন ও লম্বা। আমরা বিদেশ থেকে যে বাসমতী চাল আমদানি করি, এটা সেই চালের মতো। এ জন্য এই চালের চাহিদা ক্রেতাদের কাছে বেশি। এর বাজারমূল্যও ভালো। উৎপাদন ব্যয় অন্য ধানের মতোই। কিন্তু ফলন অন্য ধানের চেয়ে ভালো হওয়ায় কৃষকেরা লাভবান হবেন বলে আশা করছি।
উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ সেলিম রেজা বলেন, উপজেলার কৈগ্রামের কৃষক খুরশেদ আলমের জমিতে এবার পরীক্ষামূলক জাতটির আবাদ করে সাফল্য পাওয়া গেছে। আমরা এর বীজ সংরক্ষণ করে আগামী মৌসুমে সিংড়ার চলনবিলের এই এলাকায় কৃষকের মাধ্যমে মাঠপর্যায়ে ছড়িয়ে দেবো।
জাতটি আমাদের দেশে বাসমতী চালের বিকল্প পণ্য হতে পারে। এর ফলন বেশি। রোগব্যাধি কম হওয়ায় বীজ সংরক্ষণ করার সুবিধা রয়েছে।

কৃষক খুরশেদ আলম বলেন, কৃষি অফিসের পরামর্শ নিয়ে আমি নতুন জাতের এই বিনা-২৫ ধান চাষে সফল হয়েছি। ধান কেটে বীজ সংরক্ষন করবো। আমার পার্শ্ববর্তী অনেক কৃষক এ ধান চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। আশা করছি আগামী মৌসুমে এ ধান চাষে অনেকেই এগিয়ে আসবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews