1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ পূর্বাহ্ন

বাজারে আসছে নাসির উদ্দিন সনি ও রুমি খানের কন্ঠে নতুন গান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৯ মে, ২০২৩

বিনোদন প্রতিবেদক: ‍বাজারে আসছে সংগীতশিল্পী রুমি খান ও নাসির উদ্দিন সনি’র নতুন গানের একটি মিউজিক ভিডিও “ভাড়াটিয়া ঘর জামাই”। এফ কে মাল্টিমিডিয়ায় আগামী বৃহস্পতিবার বিকালে গানটি রিলিজ পাবে। এ বিষয়টি নিশ্চত করেছেন এফ কে মাল্টিমিডিয়ার কর্নধার কবির চৌধুরী।

জানা গেছে, ইতোমধ্যেই স্টুডিওতে রেকডিং শেষে গানটির চিত্রগ্রহণ সম্পন্ন হয়েছে।

গানের শিরোনাম ‘ভাড়াটিয়া ঘর জামাই”। গানটির কথা লিখেছেন রাজ কামাল ও সুর করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার প্লাবন কোরেশী। সংগীত পরিচালনা করেছেন এ সময়ের জনপ্রিয় মিউজিক কম্পোজার রুমি সেন ।

ডুয়েট গানের কন্ঠ শিল্পী নাসির উদ্দিন সনি জানান, বর্তমানে ভাল গানের খরা চলছে। প্রযুক্তির উৎকর্ষতায় প্রচুর গানের ভিডিও তৈরি হলেও শিল্পীসুলভ গান সৃষ্টি হচ্ছেনা।

এ কারণে শ্রোতাদের কাছে গানের স্থায়িত্বও কম। তাই শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখেই যত্নসহকারে গানের ভিডিওটি তৈরি করা হয়েছে।

দীর্ঘদিন পর দর্শক শ্রোতারা একটি ভালো মানের সুরেলা গান পাবেন বলে শিল্পী আশবাদ ব্যক্ত করেছেন।

গানটি সম্পর্কে এফ কে মাল্টিমিডিয়ার কর্নধার কবির চৌধুরী বলেন , আমরা সবসময় দর্শক শ্রোতাদের চাহিদার কথা ভেবে ভালো মানের নতুন গানের মিউজিক ভিডিও প্রকাশ করে থাকি। আশা করছি এসময়ের জনপ্রিয় দুই তারকা কন্ঠশিল্পি রুমি খান ও নাসির উদ্দিন সনির কন্ঠে “ভাড়াটিয়া ঘর জামাই” গানটি দর্শক শ্রোতাদের মন কাড়বে। গানটি আগামি বৃহস্পতিবার বিকাল তিনটায় এফকে মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। সবাইকে গানটি দেখার আমন্ত্রন জানান তিনি।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews