1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু, আহত ২ জামায়াতের আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন, বাসায় ফিরবেন ৭ দিনের মধ্যে কেরানীগঞ্জে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের বেল প্রদান ও কারাতে প্রদর্শনী মিটফোর্ড হাসপাতালের পকেট গেট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন হৃদরোগে আক্রান্ত জামায়াত আমির, বাইপাস সার্জারির পরামর্শ ঢাকা জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি কেরানীগঞ্জের  রাজধানীর ফার্মগেটে দোতলা বাসের এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কা গাজামুখী মানবিক সহায়তাবাহী জাহাজ ‘হানদালা’-তে ইসরায়েলি হামলা মাইলস্টোনে নিহতের সংখ্যা নিয়ে গুজব

প্রিয়তমা দেখে কেঁদেছেন প্রতিমন্ত্রী পলক

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

অনলাইন ডেস্ক: ঈদে মুক্তি পাওয়া সিনেমা প্রিয়তমা দেখে কেঁদেছেন প্রতিমন্ত্রী পলক । গত ২ জুলাই ফেসবুকে এক পোস্টে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক জানান, স্ত্রী ও দুই সন্তানসহ ‘প্রিয়তমা’ সিনেমা দেখার জন্য রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে অপেক্ষা করছেন তিনি।

ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত সিনেমাটি দেখার পর নিজের অনুভূতি ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী পলক। এ ব্যাপারে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি। সেখানেই নিজের অনুভূতির কথা জানান।

পলক বলেন, শাকিব খান আবারও প্রমাণ করেছেন তিনি একজন সুপারস্টার। সিনেমাটির শুরু থেকে শেষ পর্যন্ত আবেগতাড়িত করেছে আমাকে। সত্যি বলতে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। প্রিয়তমা দেখে আমি আনন্দিত।

শাকিব-ইধিকা জুটির এই সিনেমাটি মাইলফলক সৃষ্টি করবে মন্তব্য করে প্রতিমন্ত্রী আরও বলেন, সিনেমাটি দেখার জন্য মানুষ হলমুখী হয়েছে। দর্শক লাইন ধরে টিকিট কাটছে। লাইন ধরে হলে প্রবেশ করছে। দেশের সিনেমা ইতিহাসে অনন্য মাইলফলক হয়ে থাকবে সিনেমাটি।

এছাড়া তিনি সবাইকে হলে এসে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে বলেন, আপনারা সিনেমা হলে আসুন। পরিবারের সঙ্গে প্রিয়তমা দেখুন।

প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে ঈদে। হিমেল আশরাফের পরিচালনায় এতে শাকিব-ইধিকা পাল ছাড়া আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews