1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

নিউজিল্যান্ডের কাছে হেরে গেল সাকিবের দল

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

খেলা ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে সুবিধা করে উঠতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। বোলিংয়েও তাদের কাঁপাতে পারলেন না বোলাররা। উপরন্তু ফিল্ডিংয়ে হলো একাধিক মিস। স্বাভাবিকভাবেই বিশ্বমঞ্চে কিউইদের কাছে পাত্তাই পেলেন না টাইগাররা। তাদের কাছে স্রেফ উড়ে গেলেন তারা। কেন উইলিয়ামসন বাহিনীর কাছে ৮ উইকেটের বিশাল ব্যাবধানে হেরেছেন সাকিবরা।

২৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় নিউজিল্যান্ড। মুস্তাফিজুর রহমানের বলে কট বিহাইন্ড হয়ে ফেরেন রাচিন রবীন্দ্র। পরে ডেভন কনওয়েকে নিয়ে খেলা ধরেন কেন উইলিয়ামসন। তাতে এগিয়ে যায় কিউরা। তাদের চার-ছক্কার ফুলঝুরিতে ১ উইকেটেই ৯২ রান তুলে ফেলে তারা।

এ পরিস্থিতিতে ডেভনকে (৫৪) ফিরিয়ে জুটি ভাঙেন সাকিব আল হাসান। পরে উইলিয়ামসনের সঙ্গে জোট বাঁধেন ড্যারিল মিচেল। ধীরে ধীরে জুটি গেড়ে তোলার চেষ্টা করেন তারা। সেই সঙ্গে রান তোলার গতিও ঠিক রাখেন। পথিমধ্যে ফিফটি তুলে নেন দুজনই। ফলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ব্ল্যাক ক্যাপসরা।

শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে সূচনাতেই ধাক্কা খায় টাইগাররা। দলীয় স্কোরবোর্ডে কোনও রান না উঠতে ফিরে যান লিটন দাস। পরে তানজিদ হাসান তামিমকে নিয়ে ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন মেহেদি হাসান মিরাজ।

কিন্তু দলগত ৪০ রানে তামিম ফিরতেই বিপাকে পড়ে লাল-সবুজ জার্সিধারীরা। দ্রুত বিদায় নেন মিরাজ ও নাজমুল হোসেন শান্তও। এতে ৫৬ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। পরে সাকিব ও মুশফিক দলের হাল ধরেন। একপর্যায়ে দারুণ মেলবন্ধন গড়ে ওঠে তাদের মধ্যে। এতে টাইগারদের রানের চাকাও বন বন করে ঘুরতে থাকে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews