1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক লন্ডনে উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত সবাই নিহত প্রায় ১ কোটি ১০ লক্ষ ভোটার প্রবাসী, তাদের ভোট নিশ্চিত করতে হবে: জামায়াত মিটফোর্ড হাসপাতালের সামনে জনসম্মুখে ব‍্যবসায়ী হত‍্যার ঘটনায় গ্রেপ্তার ৪ ফেনীর পরশুরাম ও ফুলগাজী’র পর প্লাবিত হয়েছে ছাগলনাইয়া ও সদর উপজেলার বিভিন্ন গ্রাম এসএসসিতে কেরানীগঞ্জে অনেক ভাল প্রতিষ্ঠানে খারাপ ফলাফল করেছে ২০২৫ সালে এসএসসিতে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে ১৭ বছর ত্যাগের রাজনীতি, ত্যাগ-তিতিক্ষার প্রতীক ফরিদ খানের গল্প কেরানীগঞ্জের ঝিলমিল এলাকা থেকে প্রবাসীর মৃতদেহ উদ্ধার জুলাই সনদ কি, কেনো এত আলোচনা

কেরানীগঞ্জে ১০০ টাকার জন্য যুবক খুন, ঘাতক আটক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে টুটুল দেওয়ান (২৮) নামের এক যুবককে মাত্র ১০০ টাকার জন্য কেচি (কাপড়কাটার কাঁচি) দিয়ে আঘাত করে খুন করার ঘটনা ঘটেছে। নিহত টুটুল পটুয়াখালীর বাউফল থানার সুলতানাবাদ গ্রামের মৃত আশরাফ দেওয়ানের ছেলে।

সে কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী বাঁকাচরাইল এলাকার আনসার হাজির বাড়িতে ভাড়ায় বসবাস করত।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত আটটার বর্তমান বসবাসরত ভাড়া বাসার ভিতরেই এই ঘটনা ঘটে। কেচি দিয়ে আঘাতের পর স্থানীয়রা আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে দশটায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করা কেরানীগঞ্জ মডেল থানার এস আই আব্দুল মোমিন জানান, নিহত টুটুল ও শামীম পাশাপাশি ঘরে ভাড়ায় বসবাস এবং শ্রমিকের কাজ করত। বেশ কিছুদিন আগে টুটুল শামীমের কাছ থেকে ৩০০ টাকা ধার নিয়েছিল। এর মধ্যে ২০০ টাকা পরিশোধ করলেও বাকি ১০০ টাকা পরিশোধ না করায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টাকা চাইতে গেলে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শামীম উত্তেজিত হয়ে পাশে থাকা কেচি নিয়ে টুটুলের বুকের উপর আঘাত করে। স্থানীয়রা তাৎক্ষণিক টুটুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িত ঘাতক শামীমকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে ।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews