1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাত মামলায় যুবদল নেতা দেলোয়ার গ্রেপ্তার বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছার বন্যা কেরানীগঞ্জে কুখ্যাত ডাকাত বিগশো গ্রেফতার কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ নারীসহ ৮ কারবারি আটক ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির শাপলা প্রতীক নিয়ে সুরাহা না হওয়ায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি “স্টার অ্যাওয়ার্ড“ পেলেন অ্যাড: মোঃ ফারুক হোসেন তপাদার নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র,আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা : প্রধান উপদেষ্টা লুঙ্গি গামছা পড়ে ছদ্মবেশে পুলিশ, ডাকাত সর্দার গ্রেফতার ছাত্রীর সাথে তার বয়ফ্রেন্ডের সম্পর্কে টানাপোড়েন ঘটনায় খুন জবি ছাত্রদল নেতা জুবায়েদ

কেরানীগঞ্জে হলে গিয়েও এসএসসি পরীক্ষা দেয়া হলোনা শিক্ষার্থীর

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার কেরানীগঞ্জে এসএসসি পরীক্ষা দিতে গিয়ে কেন্দ্রে অসুস্থ হয়ে মোঃ নাহিদ হোসেন(১৫) নামের এক শিক্ষার্থী মারা গেছে। মৃত নাহিদ হোসেন দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়ন কোনাখোলা এলাকার সবজি বিক্রেতা আবুল কালাম আজাদের ছেলে। সে শাক্তা উচ্চ বিদ্যালয়ের ব্যবসায়িক শিক্ষা বিভাগের ছাত্র ছিল।

বৃহস্পতিবার সকাল দশটায় রুহিতপুর এলাকায় ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে নাহিদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম তাপস জানান, আজকে এসএসসির প্রথম পরীক্ষা থাকায় পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগেই ছাত্রছাত্রীরা কেন্দ্রে প্রবেশ করে। এরপর পরীক্ষার্থীদের হাতে মূল্যায়ন খাতা দেয়ার সময় কেন্দ্রের ভিতরে বেঞ্চে বসা অবস্থায় ছেলেটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কেন্দ্রের বাইরে থাকা বাবা মাকে তাৎক্ষণিক ঘটনাটি জানানো হয়। পরে তারা ছেলেকে নিয়ে পার্শ্ববর্তী রুহিতপুর জেনারেল হাসপাতালে ও উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এ নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করেন। পরীক্ষার্থী  মৃত্যুর খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শাক্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ জানান, নাহিদ আমার বিদ্যালয়ের ছাত্র ছিল। সে দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত ছিল বলে তার শ্রেণী শিক্ষকের কাছে জানতে পেরেছি। আমরা শোকাহত পরিবারকে বিদ্যালয়ের পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করছি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ কামরুন নাহার জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। যেহেতু ওই শিক্ষার্থী আগে থেকেই অসুস্থ ছিল,তাই তার পরিবারের পক্ষ বিষয়টি আমাদের অবগত করলে আমরা পরীক্ষার্থীর জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করতাম।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews