1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছার বন্যা কেরানীগঞ্জে কুখ্যাত ডাকাত বিগশো গ্রেফতার কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ নারীসহ ৮ কারবারি আটক ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির শাপলা প্রতীক নিয়ে সুরাহা না হওয়ায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি “স্টার অ্যাওয়ার্ড“ পেলেন অ্যাড: মোঃ ফারুক হোসেন তপাদার নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র,আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা : প্রধান উপদেষ্টা লুঙ্গি গামছা পড়ে ছদ্মবেশে পুলিশ, ডাকাত সর্দার গ্রেফতার ছাত্রীর সাথে তার বয়ফ্রেন্ডের সম্পর্কে টানাপোড়েন ঘটনায় খুন জবি ছাত্রদল নেতা জুবায়েদ ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন কেরানীগঞ্জে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’-এর ডিলার উদ্বোধন

বুবলি ও পরিমনির দ্বন্দ্বে ঘি ঢাললেন পরিচালক চয়নিকা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
বুবলি ও চয়নিকা চৌধুরী ,সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দুই চিত্রনায়িকা শবনম বুবলী ও পরীমণির মধ্যকার ভার্চ্যুয়াল যুদ্ধের মধ্যে এবার যেন ঘি ঢাললেন পরিচালক চয়নিকা চৌধুরী। সেই বুবলীকে এবার প্রশংসা করে ভাসিয়ে দিলেন এই নির্মাতা।

সম্প্রতি একটি ভিডিওতে বুবলী প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, বুবলী খুবই ভদ্র ও বিনয়ী একজন মানুষ। সে অনেক বেশি সচেতন। ভোর ৫টায় তাকে আসতে বললে ৪টায় চলে আসে। স্ক্রিপ্ট পড়ে আসে। তাকে নিয়ে কাজ করতে খুব আরাম পাওয়া যায়।

তিনি আরও বলেন, বুবলী বেয়াদব নয়, যেটা আমার কাছে সব থেকে খারাপ লাগে। আর সে জোরে কথা বলে না। আমি ওর অসম্ভব একজন ফ্যান। একজন পরিচালকের আরামের জায়গা হচ্ছে ভালো একজন আর্টিস্ট পাওয়া। বুবলী তেমনই একজন আর্টিস্ট। কস্টিউম নিয়ে ভাবতে হয় না। সিনসিয়ার একজন শিল্পী।

এছাড়া ‘প্রহেলিকা’ সিনেমার ব্যাপারে এ নির্মাতা বলেন, ‘প্রহেলিকা’তে অভিনয় করে সে বুঝিয়ে দিয়েছে তার অভিনয়ের জাদু। আমি বলব এই সিনেমাটি ওর জীবনের টার্নিং পয়েন্ট। শুধু আমি নই, সুবর্ণা আপা থেকে শুরু করে সবাই প্রশংসা করেছে বুবলীর। তাকে নিয়ে আরও কাজ করতে চাই আমি।

এর কয়েকদিন আগেই একমাত্র ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনে একটি ভিডিও পোস্ট করেন বুবলী। ভিডিওটির থিম কপি বলে একটি ইঙ্গিতমূলক পোস্ট করেন পরীমণি। তার দাবি, ছেলে রাজ্যকে নিয়ে তৈরি করা ভিডিও থেকে এই থিম নিয়েছেন বুবলী।

পরীমণির এমন ইঙ্গিতমূলক পোস্টের পর পাল্টা একটি স্ট্যাটাস দেন বুবলী। সেই জটিলতার মাঝেই হঠাৎ আগুনে ঘি ঢেলে দেন পরীমণির কাছের নারী পরিচালক চয়নিকা চৌধুরী। তারপরই এই নির্মাতা বুবলী ও তার সন্তানকে শুভেচ্ছা জানিয়ে একটি আবেগঘন পোস্ট দেন ফেসবুকে। এরপরই চয়নিকার ওপর পরীমণি ক্ষিপ্ত হন বলে ধারণা নেটিজেনদের।

 

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews