1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২ অপরাহ্ন

রিকশাগ্যারেজের মালিকের ছেলের কিল—ঘুষিতে এক রিকশা চালক নিহত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

কেরানীগঞ্জ (ঢাকা) : নতুন রিকশা কে চালাবে এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রিকশাগ্যারেজের মালিকের ছেলের কিল—ঘুষিতে এক রিকশা চালক নিহত হয়েছে। নিহতের নাম মো: মান্নান (৪৫)। সে শরিয়তপুরের জাজিরা চিকনদী এলাকার মৃত মোস্তফা কাজির ছেলে। দুই কন্যা সন্তানের জনক নিহত মান্নান পরিবার নিয়ে দক্ষিন কেরানীগঞ্জের চুনকুটিয়া হিজলতলা এলাকার মালেক মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করত।

এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা বেগম দক্ষিন কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করলে সোমবার ঘটনা মূল অভিযুক্ত মিলন মোল্লা (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, রোববার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া হিজলতলা এলাকায় মোহন মোল্লার রিকশা গ্যারেজে মান্নান বেশ কয়েকবছর ধরে মোহন মোল্লার গ্যারেজ থেকে অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন। সম্প্রতি গ্যারেজ মালিক মোহন মোল্লা নতুন একটি অটোরিকশা ক্রয় করেন। নতুন রিকশাটি কে চালাবে তা নিয়ে রোববার সকাল ৭ টার দিকে মান্নান ও গ্যারেজ মালিক মোহনের ছেলে মিলনের সাথে তর্কাতর্কি থেকে হাতাহাতি হয়। এতে মিলনের ঘুষিতে মান্নান জ্ঞান হারিয়ে ফেলে। পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনাটি ধামাচাপা দিতে গ্যারেজ মালিক মোহন স্ট্রোকের কারণে মান্নানের মৃত্যু হয়েছে এমনটা বলে পরিবারকে দিয়ে দ্রুত লাশ দাফন করে ফেলার পায়তারা করে। পরে মারামারির বিষয়টি জানাজানি হলে নিহতের আত্মীয়রা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে পুলিশে অভিযোগ করলে, ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিন কেরানীগঞ্জ থানার এস আই মনোয়ার হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৃত্যুর মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। এই ঘটনায় অভিযুক্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews