1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাত মামলায় যুবদল নেতা দেলোয়ার গ্রেপ্তার বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছার বন্যা কেরানীগঞ্জে কুখ্যাত ডাকাত বিগশো গ্রেফতার কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ নারীসহ ৮ কারবারি আটক ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির শাপলা প্রতীক নিয়ে সুরাহা না হওয়ায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি “স্টার অ্যাওয়ার্ড“ পেলেন অ্যাড: মোঃ ফারুক হোসেন তপাদার নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র,আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা : প্রধান উপদেষ্টা লুঙ্গি গামছা পড়ে ছদ্মবেশে পুলিশ, ডাকাত সর্দার গ্রেফতার ছাত্রীর সাথে তার বয়ফ্রেন্ডের সম্পর্কে টানাপোড়েন ঘটনায় খুন জবি ছাত্রদল নেতা জুবায়েদ

ব্যক্তিগত জায়গায় অন্যের জোর পূর্বক রাস্তা তৈরি,বাধা দেয়ায় অপপ্রচার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে ব্যক্তি মালিকানাধীন জায়গার উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণ করায় বাধা দিতে গেলে উল্টো হেনস্থা হামলার অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জমির মালিকরা।

আজ সোমবার ০১ জুলাই মডেল থানার গদারবাগ এলাকায় এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কালিন্দী ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গদরবাগ মৌজায় বালুর মাঠ এলাকায় আমাদের ব্যক্তি মালিকানাধীন জমি উপর দিয়ে জোরপূর্বক একটি রাস্তা নির্মাণ করেন । ৬নং ওয়ার্ডের মাইনুদ্দিন ওরফে মাইনু মেম্বার ও ৭নং ওয়ার্ডের আলী মেম্বারসহ কয়েক ব্যক্তি ওই এলাকার ভুক্তভোগী জমির মালিকদের জমির সঠিক মূল্যে না দিয়ে আশপাশের প্লট মালিকদের কাছ থেকে অনৈতিকভাবে টাকা নিয়ে কিভাবে জোরপূর্বক রাস্তা নির্মাণ করে । এ সময় আমরা বাধা দিতে গেলে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, মাইনু মেম্বার ও আলী মেম্বার এর কাছে রাস্তা নির্মাণের বিষয়ে জানতে চাইলে তারা বলে স্থানীয় চেয়ারম্যান তাদেরকে রাস্তা নির্মাণের অনুমতি দিয়েছেন। তবে আমরা চেয়ারম্যানের কাছে জানতে চাইলে,তিনি রাস্তা নির্মাণের কোন অনুমতি দেননি বলে জানান।
আব্দুল মালেক আরো জানান, নিজস্ব জমির উপর দিয়ে রাস্তা নির্মাণে বাধা দিতে গেলে এলাকার রাজনৈতিক ব্যক্তিত্ব কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম কামু ও আমাকে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন তথ্য ছড়ায়। এছাড়া তার নাম ও আমার নাম জড়িয়ে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মানহানি করে। আমরা ভুক্তভোগী পরিবার এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই,সেই সাথে যারা এই অপকর্মের সাথে জড়িত তাদের শাস্তি দাবী করছি।

এ প্রসঙ্গে স্থানীয় চেয়ারম্যান ফজলুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন,বালুর মাঠের উপর দিয়ে রাস্তা তৈরির অনুমোদন আমি দিয়েছি। তবে ব্যক্তিগত জমি পড়লে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে।আমি জানতে পেরেছি এখানে স্থানীয় অনেক লোকের জমি আছে,যাদের কাছ থেকে অনুমতি না নিয়েই রাস্তা তৈরি করা হচ্ছে। তাই আপাতত রাস্তা তৈরি বন্ধ আছে, উপজেলা চেয়ারম্যান এ বিষয়ে ফয়সালা করে দিবেন বলে আশ্বাস দিয়েছেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews