1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন

কেন্দ্রিয় কারাগারে যুক্তরাষ্টের ৫টি আধুনিক প্রিজন ভ্যান উপহার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
ছবি: প্রতিনিধি

কেরানীগঞ্জ (ঢাকা): বর্তমান সময়ে সরকারি বেতন কাঠামো দিয়ে একটি পরিবার সচ্ছলভাবে চলতে পারে,তাই দুর্নীতি করার কোন প্রয়োজন নেই। যারা দুর্নীতি করছে তারা প্রয়োজনের জন্য নয় অতিরিক্ত লোভ থেকেই এমনটা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান।

বুধবার(১৭ জুলাই ) সকালে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমেরিকান দূতাবাস কর্তৃক প্রিজন ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ১৯৭২ সালে যেই বাজেট হয়েছিল,সেখানে উন্নয়ন ব্যয় বেশি ছিল এবং পরিচালনা ব্যয় কম ছিল। কিন্তু বর্তমানে বাজেটের দুই তৃতীয়াংশ পরিচালনার ক্ষেত্রে ব্যয় হচ্ছে। সুতরাং সরকার যেহেতু আমাদের পেছনে এত খরচ করছে, আমাদেরও সরকারকে কিছু দেয়ার আছে। সবাই নীতি নৈতিকতা ও আদর্শের জায়গা থেকে কাজ করলে দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গঠন করা সম্ভব।

এর আগে আমেরিকান দূতাবাস কর্তৃক পাঁচটি আধুনিক সুবিধা সম্বলিত পাঁচটি প্রিজন ভ্যানের চাবি কারা মহাপরিদর্শক এ এস এম আনিসুল হকের হাতে তুলে দেন আমেরিকান দূতাবাসের ডেপুটি চিফ অফ মিশন হেলেন লাফেভ। আধুনিক সুবিধা সমৃদ্ধ গাড়িগুলো শীতাতপ নিয়ন্ত্রিত ও জিপিএস ট্র্যাকার বসানো আছে। এতে করে নারী বন্দী ও দুর্ধর্ষ জঙ্গি বন্দিদের পরিবহনে নতুন মাত্রা যোগ হবে।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে অন্যানের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ, র ‍্যাব-১০ অধিনায়ক এডিশনাল ডিআইজি ফরিদ উদ্দিন আহমেদ, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews