1. ashiqnur96@gmail.com : editor :
বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে চিঠি পাঠাব: প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থান যুক্তসঙ্গত, বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত,আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেয়া হবে ৩৬ জুলাই শেষে যেভাবে পালিয়ে গেল হাসিনা কেরানীগঞ্জে অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার হাসিনাকে আর রাজনীতি করতে দেয়া হবে না: ফখরুল যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু, আহত ২ জামায়াতের আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন, বাসায় ফিরবেন ৭ দিনের মধ্যে কেরানীগঞ্জে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের বেল প্রদান ও কারাতে প্রদর্শনী মিটফোর্ড হাসপাতালের পকেট গেট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

‘স্বৈরাচারী’ শেখ হাসিনার পতনের একমাস পূর্তিতে ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪

ডেস্ক নিউজ:  সাধারণ শিক্ষার্থী ও মানুষের গণঅভ্যুত্থানের মুখে ‘স্বৈরাচারী’ শেখ হাসিনার পতনের একমাস পূর্তি উপলক্ষে শহিদদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের আয়োজনে শুরু হয়েছে ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে শুরু হয় ‘শহীদি মার্চ’।

শিক্ষার্থীদের শুরু করা শহীদি মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকার আশপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, কারিগরি, মাদরাসা ও স্কুলের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মার্চটি রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে নীলক্ষেত-সায়েন্সল্যাব-কলাবাগান-সংসদ ভবন-ফার্মগেইট- কারওয়ান বাজার-শাহবাগ-রাজু ভাস্কর্য হয়ে শহিদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।

এর আগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে একত্র হতে থাকেন। পরে সেখান থেকে দলবেঁধে বিশাল মিছিল নিয়ে শুরু হয় শহীদি মার্চ।

মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীরা ‘সফল হোক সফল হোক, শহীদি মার্চ সফল হোক’, ‘শহিদদের কারণে, ভয় করি না মরণে’, আবু সাঈদ/শহিদের রক্ত, বৃথা যেত৩ দেব না’, ‘আজকের এই দিনে আবু সাঈদ/শহিদদের মনে পড়ে’―ইত্যাদি স্লোগানে মুখরিত করে তুলেন আশপাশের এলাকা।

এ সময় মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, একমাস আগে শেখ হাসিনার পতন ঘটিয়ে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা। এ এক নতুন স্বাধীনতা। এই স্বাধীনতা অর্জনের জন্য আমাদের হাজারও ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছে। হাজার হাজার শিক্ষার্থী ও মানুষ আহত হয়েছেন। অনেকেই শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ হারিয়ে পঙ্গু হয়েছেন, অনেকে চোখের দৃষ্টি হারিয়ে অন্ধ হয়েছেন। আবার এখনো অনেক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন। এই স্বাধীনতা অর্জনে হওয়া সব শহিদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করছি আমরা।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews