1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে সংঘর্ষে ৪ জন নিহত গোপালগঞ্জ থমথমে, ২২ ঘণ্টার কারফিউ শুরু কেরানীগঞ্জে কোটি টাকার ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক লন্ডনে উড্ডয়নের পরপরই বিমান বিধ্বস্ত সবাই নিহত প্রায় ১ কোটি ১০ লক্ষ ভোটার প্রবাসী, তাদের ভোট নিশ্চিত করতে হবে: জামায়াত মিটফোর্ড হাসপাতালের সামনে জনসম্মুখে ব‍্যবসায়ী হত‍্যার ঘটনায় গ্রেপ্তার ৪ ফেনীর পরশুরাম ও ফুলগাজী’র পর প্লাবিত হয়েছে ছাগলনাইয়া ও সদর উপজেলার বিভিন্ন গ্রাম এসএসসিতে কেরানীগঞ্জে অনেক ভাল প্রতিষ্ঠানে খারাপ ফলাফল করেছে ২০২৫ সালে এসএসসিতে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে ১৭ বছর ত্যাগের রাজনীতি, ত্যাগ-তিতিক্ষার প্রতীক ফরিদ খানের গল্প

বন্যার্তদের পাশে সহায়তা নিয়ে কেরানীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব সংবাদদাতা: ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিতে সৃষ্ট বন্যায় দেশের ১১ জেলায় অসহায় হয়ে পড়ে মানুষ। বর্তমান সময়ে কোনো কোনো এলাকার বন্যার পানি নেমে গেলেও সেসব অঞ্চলের মানুষের এখনও কাটেনি দুর্ভোগ। নোয়াখালি-ফেনী ও এলাকায় বন্যা দুর্গত বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে এখনও চলছে বিশুদ্ধ খাবার পানি,খাদ্যসামগ্রী ও ঔষধ সামগ্রীর অভাব। সুপেয় পানির সংকট ও পানিবাহিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকা সমূহে। বন্যা দুর্গত সেসব এলাকায় সাহায্য করে যাচ্ছেন সরকারি-বেসরকারি নানা সংস্থা ও দেশের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

এরই ধারাবাহিকতায় আজ ৭ সেপ্টেম্বর শনিবার ফেনী সদর ও সোনাগাজী এলাকার বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরন করেছেন কেরানীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতি। ফেনী সদর, সোনাগাজীর ৮নং ধলিয়া ইউনিয়নের ধলিয়া বাজার ও মধ্যম অলীপুর এলাকায় প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরন করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল,ভোজ্য তেল,আলু,পেয়াজ লবন ও কাপড় কাঁচা সাবান। এছাড়াও রয়েছে বস্ত্র সামগ্রী।

কেরানীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতির সভাপতি সৈয়দ আবুল হোসেন খোকন ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীর নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো.মনিরুজ্জামান, মোঃ এরশাদ হোসেন,দপ্তর সম্পাদক মো. লিটন মৃধা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নিজাম উদ্দিন,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মীর মো. হাবিবুর রহমান, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক শাহ আলম ফরাজী,সহ- মহিলা বিষয়ক সম্পাদক ফরিদা আক্তার, কার্যনির্বাহী সম্পাদক বনি আমিন,বিল্লাল হোসেনসহ আরো অনেকে।

সমিতির সভাপতি সৈয়দ আবুল হোসেন খোকন ও সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী’র সাথে কথা বলে জানা যায়, বর্তমানে যারা বন্যার্ত তারা গরিব নয়, কিন্তু এখন অসহায়। তাই আমাদের পক্ষ থেকে যত দূর সম্ভব তাদেরকে সহায়তা করার চেষ্টা করছি। কেরানীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। দেশে বন্য,খড়ায় মানুষের দুঃখ কষ্ট ও দুর্ভোগে সব সময় পাশে থাকে। দেশের যেকোনো দুর্যোগময় পরিস্থিতিতে মানুষের সেবার জন্য সব সময় প্রস্তুত কেরানীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতি। সমিতি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সমিতির নিজস্ব তহবিল থেকে তারা সব সময় অসহায় মানুষের পাশে হাত বাড়িয়ে থাকে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews