1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন

কেরানীগঞ্জে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব সংবাদদাতা: ঢাকার কেরানীগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরনে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বুধবার (১৮ সেপ্টেম্বর ) বেলা ১টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ঢাকা মেট্রো -২ এর উদ্যোগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ ও ইকুরিয়া মিরের বাজার এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার ( ভূমি) কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ জনাব মোঃ রইছ আল রেজুয়ান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ঢাকা মেট্রো -২ এর ম্যানেজার তৌফিক এলাহী সবুজ, সহকারী ম্যানেজার মোঃ আল আমিন, সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল দক্ষিণ এর বেঞ্চ সহকারী মোঃ কামরুজ্জামান প্রমুখ।

এসময় অভিযানে ২ টি আবাসিক ভবন এবং ১ টি গার্মেন্ট পন্য তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। গার্মেন্টস পন্য তৈরির কারখানায় অবৈধ গ্যাস সংযোগ থাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং গ্যাস পাইপ সহ গ্যাস সংযোগের অন্যান্য সামগ্রী জব্দ করা হয় । মালিক পক্ষের কাউকে খুঁজে পাওয়া যায়নি বিধায় কারখানাটি সিলগালা করা হয়।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews