1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন

ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, গ্রেপ্তার চিকিৎসক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

কেরানীগঞ্জ: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ভুল চিকিৎসায়
রুমা (২৫) নামের এক প্রসূতির হাসপাতালে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার ভোরে ওই হাসপাতালের মালিক ও চিকিৎসককে গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

দক্ষিন কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকার জাহানারা জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে। ওই হাসপাতালের মালিক ডাক্তার আব্দুল হামিদ।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জের সিরাজদিখান থানাধীন পানিয়ারচর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী রুমা বেগমকে নবজাতক সন্তান ডেলিভারির জন্য হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাত দশটার দিকে সে নরমাল একটি সন্তান প্রসব করে।পরবর্তীতে রোগীর প্রচন্ড খিচুনি উঠলে হাসপাতালেই তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের সদস্যরা হাসপাতালের মালিক কে দায়ী করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে বিদেশ স্বামী হাবিবুর রহমান বাদী হয়ে দক্ষিণখানিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে থানা পুলিশ হাসপাতালের মালিক হাবিবুর রহমানকে গ্রেফতার করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান ভুল চিকিৎসা অভিযোগের প্রেক্ষিতে রবিবার সকালে একজন ডাক্তারকে আটক করা হয়েছে। মৃতের লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews