1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন

সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত অসহায় মানুষদের কম্বল জড়ালেন ইউএনও

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

নিজস্ব সংবাদদাতা: দেশের বিভিন্ন স্থানে বইছে শৈত্যপ্রবাহ। ঢাকার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। এমন সময় শীতার্ত অসহায় মানুষের মধ্যে একটু উঞ্চতা দিতে গভীর রাতে বেড়িয়ে কম্বল জড়িয়ে দিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।

শুক্রবার (৩ জানুয়ারী) সন্ধ্যা  থেকে গভীর রাত পর্যন্ত কেরানীগঞ্জের বিভিন্ন জনবহুল এলাকায় অসহায় গরীব ও ছিন্নমূল দেড় শতাধিক শীতার্ত মানুষকে কম্বল তুলে দেন।

শীতবস্ত্র বিতরণ কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার সঙ্গে ছিলেন, উপজেলা ভূমি অফিস কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেল এর সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন।

এসব অসহায় গরীব মানুষের শীতের সম্বল একমাত্র কম্বল পেয়ে নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানান।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিনাত ফৌজিয়া বলেন, অসায়হায় মানুষের জন্য সরকারের পক্ষ থেকে কম্বল বিতরন করা হয়েছে। চলমান কনকনে শীতে কম্বল দিয়ে কিছুটা হলেও শীত নিবারন করতে পারবে এই অসহায় মানুষগুলো। কেরানীগঞ্জ উপজেলা প্রসাশন সবসময় অসহায় মানুষের পাশে ছিল ও থাকবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews