1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ট্রাম্প ফেরার পরই ৫০০ শতাধিক অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজ: দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পরই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইতোমধ্যে দেশটিতে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে এবং ৫০০ শতাধিক অবৈধ অভিবাসীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি এ তথ্য জানিয়েছেন। খবর দ্য টেলিগ্রাফ

 

এক্স পোস্টে ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে এবং শত শত ব্যক্তিকে সামরিক বিমানে করে ফেরত পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আজকে ট্রাম্প প্রশাসন সন্দেহভাজন সন্ত্রাসীসহ ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে দ্য ট্রেন দে অ্যারাগুয়া গ্যাংয়ের চার সদস্য রয়েছে এবং অপ্রাপ্তবয়স্কোদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত আরও একাধিক ব্যক্তি রয়েছেন।

ক্যারোলিন লেভিট বলেছেন, ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি চলমান রয়েছে। মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় অভিবাসী ফেরত পাঠানোর অপারেশন শুরু হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণার সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করা অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত সোমবার (২০ জানুয়ারি) শথপ গ্রহণের পরই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের ধরতে ব্যাপক ধর পাকড় শুরু হয়েছে।

খবরের লিংকঃ https://www.telegraph.co.uk/us/politics/2025/01/24/hundreds-illegal-immigrants-already-arrested-deported-trump/

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews