1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেত্রী নিপুন রায় চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছার বন্যা কেরানীগঞ্জে কুখ্যাত ডাকাত বিগশো গ্রেফতার কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩ নারীসহ ৮ কারবারি আটক ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির শাপলা প্রতীক নিয়ে সুরাহা না হওয়ায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি “স্টার অ্যাওয়ার্ড“ পেলেন অ্যাড: মোঃ ফারুক হোসেন তপাদার নির্বাচন একটি যুদ্ধক্ষেত্র,আমাদের দায়িত্ব নিরপেক্ষ থাকা : প্রধান উপদেষ্টা লুঙ্গি গামছা পড়ে ছদ্মবেশে পুলিশ, ডাকাত সর্দার গ্রেফতার ছাত্রীর সাথে তার বয়ফ্রেন্ডের সম্পর্কে টানাপোড়েন ঘটনায় খুন জবি ছাত্রদল নেতা জুবায়েদ ৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন কেরানীগঞ্জে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’-এর ডিলার উদ্বোধন

ওয়াশিংটনে হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষে ১৮ জনের মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজঃ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষের ঘটনায় ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে সিবিএস নিউজ এই তথ্য জানিয়েছে। তবে দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, নদী থেকে একাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম মরদেহ উদ্ধার নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিলেও এখন পর্যন্ত কোনো জীবিত ব্যক্তির উদ্ধারের খবর পাওয়া যায়নি।

বুধবার স্থানীয় সময় রাত আনুমানিক ৯টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ২টা) রানওয়েতে অবতরণের সময় বোম্বার্ডিয়ার সিআরজে৭০০ আঞ্চলিক জেট বিমানটি হেলিকপ্টারটির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিমানটিতে ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন। হোয়াইট হাউস থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। এই হোয়াইট হাউসেই প্রেসিডেন্ট ট্রাম্পের দপ্তর অবস্থিত।

এয়ারলাইন্সের তথ্য অনুযায়ী, বিমানটি কানসাসের উইচিটা থেকে উড্ডয়ন করেছিল। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের পর পোটোম্যাক নদীতে পড়ে বিমানটি দুই টুকড়া হয়ে যায়। এখন রেসকিউ বোট ও ডুবুরিরা উদ্ধার কাজ করছেন।

 

মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, বিমানটির সঙ্গে সংঘর্ষ হওয়া ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টারে তিনজন মার্কিন সেনা সদস্য ছিলেন। হেলিকপ্টারটি ভার্জিনিয়ার ফোর্ট বেলভয় থেকে উড্ডয়ন করেছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভয়াবহ এই দুর্ঘটনা সম্পর্কে তাকে সম্পূর্ণভাবে জানানো হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, আমাদের ফার্স্ট সাড়াদান কর্মর্কাদের অবিশ্বাস্য কাজের জন্য ধন্যবাদ। আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং এই সম্পর্কে আরও তথ্য এলেই বিস্তারিত জানাব।

সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে বিমানবন্দর কর্তৃপক্ষ লিখেছে, জরুরি উদ্ধারকাজ চলায় বিমানবন্দরে সব ধরনের বিমানের ওঠা-নামা বন্ধ রাখা হয়েছে। এই ঘটনায় তদন্ত হচ্ছে বলে জানিয়েছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews