1. ashiqnur96@gmail.com : editor :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানে আহত পরিবারের পাশে ইউএনও

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫

নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত পরিবারের নিয়মিত খোঁজ খবর রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি আহত ইয়ামিনের বাবা নীরব শেখের চিকিৎসার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান।
এ সময় উপজেলা নির্বাহীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন নীরব শেখ। রিনাত ফৌজিয়া তাঁকে ও তার পরিবারকে ধৈর্য ধারণ করতে বলেন এবং সবসময় পাশে থাকার আশ্বাস দেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী রিনাত ফৌজিয়া বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসার ব্যবস্থা সরকার নিয়েছে তবে তাদের পরিবারের খোঁজখবরও রাখাও আমাদের নৈতিক দায়িত্ব। এ সকল সাধারণ ছাত্রছাত্রীদের জন্যই আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি।

পরে তিনি ইয়ামিন এর বাবার হার্টের বাল্ব প্রতিস্থাপনের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

টি/এইচ

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews