1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু, আহত ২ জামায়াতের আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন, বাসায় ফিরবেন ৭ দিনের মধ্যে কেরানীগঞ্জে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের বেল প্রদান ও কারাতে প্রদর্শনী মিটফোর্ড হাসপাতালের পকেট গেট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন হৃদরোগে আক্রান্ত জামায়াত আমির, বাইপাস সার্জারির পরামর্শ ঢাকা জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি কেরানীগঞ্জের  রাজধানীর ফার্মগেটে দোতলা বাসের এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কা গাজামুখী মানবিক সহায়তাবাহী জাহাজ ‘হানদালা’-তে ইসরায়েলি হামলা মাইলস্টোনে নিহতের সংখ্যা নিয়ে গুজব

কেরানীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের সহ—সভাপতিসহ কয়েক নেতার বাড়ি ভাংচুর লুটপাট

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে ঢাকা জেলা আওয়ামী লীগের সহ—সভাপতি হাজি মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় টেলিভিশন ফ্রিজ কম্পিউটার আলমারিতে রক্ষিত স্বর্ণালংকার নগদ টাকা ব্যাংকের চেক বই ও ৭৫ লক্ষ টাকা একটি চেক লুট হয়েছে বলে জানিয়েছে তার স্বজনরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কালীগঞ্জ নয়াবাড়ি এলাকায় মজিবুর রহমানের মালিকানাধীন ১০ তলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় নিজের বসবাসরত ফ্লাটে এই ভাঙচুর চালানো হয়। দশতলা ভবনের বাকি ফ্লোর গুলো ভাড়াটিয়া থাকায় সেগুলোতে কোন হামলা চালানো হয়নি। তবে এ সময় ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়ে পড়ে।


মুজিবুর রহমানের মামাতো বোন জুই বেগম জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শতাধিক লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল সহকারে বাড়ির গেট ভেঙে প্রবেশ করে। এ সময় তারা সিঁড়ি র গ্লাস ভাঙচুর করে এবং নিচে থাকা একটি প্রাইভেটকার ভাঙচুর ও চাকা খুলে নিয়ে যায়। পরে একটি দল দ্বিতীয় তলায় উঠে বেডরুমে ঢুকে আলমারী ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার এবং ব্যাংকের চেক বই লুট করে। এমনকি লুটেরা দল ঘরের টিভি ফ্রিজ কম্পিউটার সহ মূল্যবান সব জিনিসপত্র নিয়ে গেছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সকলেই এলাকার চিহ্নিত লোক,তবে ভয়ে এখন তাদের নাম বলতে পারব না।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম বলেন, এমন একটা ঘটনা শুনেছি তবে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য: হাজী মুজিবুর রহমানের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকার পতনের পর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে ০২ টি মামলা রয়েছে।
অপর দিকে সন্ধ্যার পর দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন এছাড়া মডেল থানার জিনজিরা ইউপি চেয়ারম্যান সাকুর হোসেন সাকু’র বাড়িতে হামলা ও ভাংচুরের খবর পাওয়া গেছে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews