1. ashiqnur96@gmail.com : editor :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের বেল প্রদান ও কারাতে প্রদর্শনী মিটফোর্ড হাসপাতালের পকেট গেট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন হৃদরোগে আক্রান্ত জামায়াত আমির, বাইপাস সার্জারির পরামর্শ ঢাকা জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি কেরানীগঞ্জের  রাজধানীর ফার্মগেটে দোতলা বাসের এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কা গাজামুখী মানবিক সহায়তাবাহী জাহাজ ‘হানদালা’-তে ইসরায়েলি হামলা মাইলস্টোনে নিহতের সংখ্যা নিয়ে গুজব বিমান বিধ্বস্তের ঘটনায় অতিরিক্ত পুড়ে মারা যাওয়া ৫ জনের পরিচয় শনাক্ত কারাগারে বন্দি কয়েদি হাজতিদের মাঝে নৈতিকতার শিক্ষা ছড়িয়ে দিতে হবে এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানকে বিধ্বস্ত করে সিরিজ বাংলাদেশের

এ বছরের জুলাই নাগাদ ৭.৫ শতাংশে নেমে আসবে মূল্যস্ফীতি: প্রেস সচিব

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজঃ এ বছরের জুলাই নাগাদ দেশে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নেমে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এমন প্রত্যাশার কথা জানান তিনি।

প্রেস সচিব বলেন, দেশর অর্থনীতি খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। গত ৬ মাসে রপ্তানি বেড়েছে ১০ শতাংশ। মূল্যস্ফীতিও কমে এসেছে। জুলাই নাগাদ ৭ দশমিক ৫ শতাংশে তা নেমে আসবে। এছাড়া রোজায় দ্রব্যমূল্য সহনীয় থাকবে।

খাদ্য নিরাপত্তা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে ১৩ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ আছে। যে পরিমাণ খাদ্য মজুদ আছে এবং আমদানি হচ্ছে, তাতে নিত্যপণ্যের দাম আরও কমে আসবে বলেও জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের ৬ মাসের নানা পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, টাকা ছাপানো বন্ধ রয়েছে। সেই সঙ্গে কম গুরুত্বপূর্ণ প্রকল্পও বন্ধ রাখা হয়েছে। এছাড়া নিত্যপণ্যের ওপর শুল্ক ছাড় অব্যাহত আছে। সেই সঙ্গে দেশের ১ কোটি পরিবারকে ন্যায্যমূল্যে নিত্যপণ্য দেয়ার কার্যক্রম অব্যাহত রয়েছে।

দেশে বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, অনেক বড় বড় কোম্পানি জমি জটিলতার কারণে বিনিয়োগ করছিল না। পতিত স্বৈরাচারেরা এই সমস্যা তৈরি করেছিল। এখন ভূমির সমস্যা সমাধানে সরকার ব্যবস্থা নিয়েছে। গত ৬ ফেব্রুয়ারি কোরিয়ান ইপিজেডকে তাদের ভূমির মিউটেশন বুঝিয়ে দেয়া হয়েছে। এখন আর বিনিয়োগে কোনো সমস্যা থাকলো না। আশা করা যায়, এখন বড় বড় বিনিয়োগ আসবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews