1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

আদালত শুরুর আগে বিডিআর বিদ্রোহ মামলার আসামির মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

ডেস্ক নিউজঃ ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার এক আসামি অসুস্থ হন গত ১২ জানুয়ারি। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি।

ওই আসামির নাম ইনামুল হক (৬৫)। বিস্ফোরক মামলার আসামি ছিলেন তিনি। সোমবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কারারক্ষী রোকনুজ্জামান জানান, গত (১২ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন ইনামুল হক। কারা কর্তৃপক্ষের নির্দেশে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এনামুল হক কেন্দ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার হাজতি হিসেবে ছিলেন। তার হাজতি নাম্বার ১৫৮৭/২৫। ইনামুলের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলা ঘাটাইল থানা সাং মধ্যপাড়া গ্রামের মুজিবুর রহমানের সন্তান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews