1. ashiqnur96@gmail.com : editor :
রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে মালয়েশিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু, আহত ২ জামায়াতের আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন, বাসায় ফিরবেন ৭ দিনের মধ্যে কেরানীগঞ্জে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের বেল প্রদান ও কারাতে প্রদর্শনী মিটফোর্ড হাসপাতালের পকেট গেট খুলে দেয়ার দাবিতে মানববন্ধন হৃদরোগে আক্রান্ত জামায়াত আমির, বাইপাস সার্জারির পরামর্শ ঢাকা জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ট্রফি কেরানীগঞ্জের  রাজধানীর ফার্মগেটে দোতলা বাসের এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে ধাক্কা গাজামুখী মানবিক সহায়তাবাহী জাহাজ ‘হানদালা’-তে ইসরায়েলি হামলা মাইলস্টোনে নিহতের সংখ্যা নিয়ে গুজব

কেরানীগঞ্জে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

কেরানীগঞ্জ (ঢাকা) : ঢাকার কেরানীগঞ্জে ৩টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।পাইলট প্রকল্পের আওতায় ঢাকা জেলায় ৫টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।

মঙ্গলবার সকালে রাজধানীর ভূমি ভবনের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি তেজগাঁও, ধানমন্ডি ও কেরানীগঞ্জের এর মোট পাঁচটি ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করেন । যার মধ্যে কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলে রয়েছে ২টি ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলে রয়েছে ১টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র। দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেলের কেন্দ্র দুটি হচ্ছে ইক্তিদার ট্রেডিং এন্ড খাঁন কম্পিউটার এবং সোয়াদ টেলিকম। এছাড়া কেরানীগঞ্জ সার্কেলে রয়েছে নূর টেকনোলজি নামে একটি সহায়তা কেন্দ্র।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্দিষ্ট একটি সার্ভিস চার্জের বিনিময়ে ভূমিসেবার আবেদনসমূহ অনলাইনে দাখিল করার বিষয়ে কোন আইনি কাঠামো না থাকায় নাগরিকগণ ভূমিসেবা গ্রহণে অনেক ক্ষেত্রে হয়রানির শিকার হচ্ছেন। অনলাইনে ভূমিসেবা গ্রহণে কিছু কিছু ক্ষেত্রে নাগরিকগণের নিজে আবেদন করার সক্ষমতা না থাকায় তৃতীয় একটি পক্ষের মাধ্যমে আবেদন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। পৃথিবীর বিভিন্ন দেশে সরকারি সেবা গ্রহণে নাগরিক আবেদন প্রক্রিয়ায় “এজেন্সি সেবা” অত্যন্ত জনপ্রিয়। সার্বিক বিচেনায় উন্নত সেবা প্রদানের লক্ষ্যে এবং নাগরিকগণের বিদ্যমান সমস্যা সমাধানের প্রয়োজনে “ভূমিসেবা সহায়তা নির্দেশিকা, ২০২৫ প্রণয়ন করা হয়। এবং সে নির্দেশিকার আলোকে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের পাইলটিং শুরু করা হলো। এসব কেন্দ্র থেকে নির্দিষ্ট কিছু সার্ভিস চার্জের বিনিময়ে ভূমিসেবার বিভিন্ন আবেদন সমূহ অনলাইনে দাখিল করা যাবে। এতে করে সেবা গ্রহিতাদের হয়রানি কিছুটা হলেও লাঘব হবে।

ভূমিসেবা সহায়তা কেন্দ্রে সেবা নিতে আসা মোস্তফা হাসান পুলক বলেন, আমি ভূমিসেবা সহায়তা কেন্দ্র থেকে একটি নামজারির অনলাইনে আবেদন করেছি। এখানে পরিবেশ খুবই সুন্দর এবং সেবা প্রদানকারীদের ব্যবহারও খুবই ভালো। বাড়ীর পাশে এধরনের সহায়তা কেন্দ্র থেকে ভূমিসেবা পেয়ে আমি খুবই আনন্দিত। আশাকরি সকলেই ভূমিসেবা সহায়তা কেন্দ্র থেকে সঠিক ও সুন্দর সহায়তা পাবে।

ইক্তিদার ট্রেডিং এন্ড খাঁন কম্পিউটারের (ভূমিসেবা সহায়তা কেন্দ্র) মালিক মোঃ নাজিম উদ্দিন বলেন, সারাদেশে পাইলট প্রকল্পের মাধ্যমে ৫টি ভূমিসেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আমরা আমাদের কেন্দ্রটিকে সুন্দরভাবে সাজিয়েছি। সেবাগ্রহিতারা যেনো সেবা নিতে স্বাচ্ছন্দবোধ করে এবং তাদের সকল ধরনের সুযোগসুবিধা দেয়ার চেষ্টা করছি। পাশাপাশি সরকারি বিধিমালা মেনে কেন্দ্রে সেবা সহায়তা ফি তালিকা টানানো হয়েছে। আমাদের কেন্দ্র থেকে ভূমি সংক্রান্ত সব ধরনের সেবা সহায়তা প্রদান করা হবে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews