1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

চাঁদ দেখা গেছে সৌদি আরবে, রোববার ঈদ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

নিউজ ডেস্ক: সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটির সুপ্রিম কোর্ট এ তথ্য জানিয়েছে। ফলে আগামী ৩০ মার্চ সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। এর আগে গতকাল শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট মুসল্লিদের খালি চোখে চাঁদ দেখার আহ্বান জানিয়েছিল।

শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় সৌদির আকাশে চাঁদে দেখা যাওয়ায় এ বছর দেশটিতে ২৯টি রমজান পালিত হল।

সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় একাধিক স্থানে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে পবিত্র রমজান মাস শেষ হলো।

এদিকে বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়াতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামী ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হবে।

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয় ৩০ রমজান শেষে।

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews