1. ashiqnur96@gmail.com : editor :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

ভাইরাল ক্রীম আপা গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

ডেস্ক নিউজ: ভাইরাল হওয়ার জন্য সন্তানদের দিয়ে জোরপূর্বক ভিডিও কনটেন্ট তৈরি ও শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগে শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় সাভার পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন।

শারমিন শিলার বিরুদ্ধে মামলা করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান। শিশু আইনের ৭০ ধারায় দায়ের করা মামলায় অভিযোগ আনা হয়েছে শিশুদের আঘাত, উৎপীড়ন এবং অশালীনভাবে প্রদর্শনের বিষয়ে।

এজাহারে বলা হয়, শারমিন পেশায় একজন বিউটিশিয়ান এবং আশুলিয়া এলাকায় বসবাস করেন। ‘ক্রিম আপা’ নামে ফেসবুক ও টিকটকে পরিচিত এই নারী নিয়মিতভাবে তার সন্তানদের দিয়ে বিভিন্ন ভিডিও তৈরি করে তা অনলাইনে পোস্ট করতেন।

গত ৩০ মার্চ তার ফেসবুক আইডিতে পোস্ট করা একটি ভিডিও ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, তিনি এক হাতে শিশুর মুখ চেপে ধরে জোর করে কেকজাতীয় কিছু খাওয়াচ্ছেন। এছাড়া ভিডিও কনটেন্টের জন্য শিশুদের চুল কাটা, রং করা, ভারী দুল পরানো, মুখে কুলকুচি করানো, গালিগালাজ ও শারীরিকভাবে আঘাত করার মতো কাজও করতেন বলে অভিযোগ রয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, ভাইরাল হওয়ার আশায় এক বছর ধরে তিনি মাতৃসুলভ আচরণ ভুলে শিশুদের প্রতি নিষ্ঠুরতা চালিয়ে যাচ্ছেন, যার ফলে শিশুরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান বলেন, আমি নিজে উদ্যোগ নিয়ে মামলাটি করেছি। সে ক্ষমা চাইলেও আমাদের লক্ষ্য তাকে এবং অন্যদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত রাখা।

সূত্র : যুগের চিন্তা

আপনি সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো সংবাদ
    © ২০২৪ বুড়িগঙ্গা টিভি কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত।
 
Theme Customized By BreakingNews