কেরানীগঞ্জ (ঢাকা) : রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে বরিশুর নৌ পুলিশ।
এ সময় নিহতের পরনে ছিল একটি প্রিন্টের মেক্সি ও সেলোয়ার। লাশটি ফুলেঁ-ফেপে যাওয়ায় সূরতহালের সময় আঘাতের কোন চিহ্ন বুঝা যায়নি।
বৃহস্পতিবার (১লা মে) দুপুর দেড়টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ৭ নং ওয়ার্ড ব্রাহ্মণকিত্তা খেয়াঘাটের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
বরিশুর নৌ পুলিশ ফাঁড়ি’র এসআই মুক্তার হোসেন জানান, নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ধারণা করা হচ্ছে লাশটি অন্তত ৪/৫ দিন ধরে পানিতে রয়েছে। তাই একেবারে ফুলেফেঁপে যাওয়ায় লাশের পরিচয় নিশ্চিতে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা সম্ভব হয়নি। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
T/A buriganga
Leave a Reply