ডেস্ক নিউজ: জুনায়েদ হত্যাকাণ্ডের শাস্তির দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেরানীগঞ্জ উপজেলা শাখা। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ৪ মে ২০২৫
বিষয়: ছাত্রদল নেতা মোঃ তুহিন-এর ছোট ভাই জুনায়েদ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
আজ (৪ মে ২০২৫), কেরানীগঞ্জ উপজেলার বাস্তা ইউনিয়নে এক মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ছাত্রদল বাস্তা ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তুহিন-এর ছোট ভাই জুনায়েদ-কে নিজ বাড়ির পাশে কে বা কারা নির্মমভাবে জবাই করে হত্যা করেছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা এ ঘটনায় গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এই হত্যাকাণ্ড শুধু একটি পরিবারকেই নয়, বরং গোটা ছাত্রসমাজকে আতঙ্কিত করেছে।
ঘটনার খবর পেয়ে নিহতের পরিবারের খোঁজখবর নিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঘটনাস্থলে ছুটে যান—
দক্ষিণ থানার আহ্বায়ক সাইফুল ইসলাম
মডেল থানার আহ্বায়ক সাফায়েত হোসেন ঢালি
উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাকিল আল নাদিম
আমরা জোর দাবি জানাচ্ছি—এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
শোকাহত কণ্ঠে,
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
কেরানীগঞ্জ উপজেলা শাখা
Leave a Reply